দীর্ঘ বিরতি জীবনে ভরে যায় বিষন্নতা,
তাই ফিরে বারংবার বোঝাপড়া,
তার নয়ন কুলে আজ ও
জেগে রয় কিছু
প্রাণবন্ত
স্বপ্নীল ঢেউ, যদিও বেলোর্মী গেছে সরে
বহু দূর, জরদ রঙ্গী চাঁদ এখনো
আকাশে লুটিয়ে যেতে
চায় শেষ প্রহরের
কুহক, ভোর
এখনো
নিখোঁজ, খুঁজে চলেছে হারানো আলোর
আবরণ, হয় ত দিগন্তে আছে
এখনো সুপ্ত অংশুমালী,
তাই ফিরে আসে
প্রতিধ্বনিত
সুর !
জীবন নিষ্পলক চেয়ে রয়, রঙ বিহীন
আকাশপ্রান্তের এলোমেলো
মেঘের টুকরো - -
* *