সব কিছুই যখন নিমিষের খেলা
তখন এত মান অভিমানের
কিসের জন্য, পৃথিবী
আকাশ, সাগর
মরুভূমি
সমস্ত কিছু রইলো ক্ষণিক মৌন
অবস্থায়, যখন অন্তিম
নিঃশ্বাস, ছাড়ল
দেহের
আঙুল, আপন জনের ওই হাটে
ছিলাম আমি তখন খুবই
অপরিচিত, নেয়া
দেয়ার চুক্তি
গেল -
এক পলকে ভেঙে, ফিরে আর -
চায় নি কেউ, সন্ধানের
প্রশ্ন ওঠে কোথায়
সবাই তখন
নিজের
মাঝে যথারীতি গেছে হারিয়ে,
প্রকৃত সত্যের আগে সব
কিছুই ছিল পরিষ্কার
কাচের মায়া
ধরতে
কি কেউ পারে, দৃষ্টির সর্বশেষ
প্রান্তে ছিল কেবল এক
সঘন ভাসন্ত
কুয়াশা !
তার তথাকথিত আত্মীয়তার
রেশমী সুতোর সৃষ্টি খুলে
গেছে ক্রমশঃ, তীব্র
বেগে এলোমেলো
ভাবে - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
purple aura
তখন এত মান অভিমানের
কিসের জন্য, পৃথিবী
আকাশ, সাগর
মরুভূমি
সমস্ত কিছু রইলো ক্ষণিক মৌন
অবস্থায়, যখন অন্তিম
নিঃশ্বাস, ছাড়ল
দেহের
আঙুল, আপন জনের ওই হাটে
ছিলাম আমি তখন খুবই
অপরিচিত, নেয়া
দেয়ার চুক্তি
গেল -
এক পলকে ভেঙে, ফিরে আর -
চায় নি কেউ, সন্ধানের
প্রশ্ন ওঠে কোথায়
সবাই তখন
নিজের
মাঝে যথারীতি গেছে হারিয়ে,
প্রকৃত সত্যের আগে সব
কিছুই ছিল পরিষ্কার
কাচের মায়া
ধরতে
কি কেউ পারে, দৃষ্টির সর্বশেষ
প্রান্তে ছিল কেবল এক
সঘন ভাসন্ত
কুয়াশা !
তার তথাকথিত আত্মীয়তার
রেশমী সুতোর সৃষ্টি খুলে
গেছে ক্রমশঃ, তীব্র
বেগে এলোমেলো
ভাবে - -
* *
- শান্তনু সান্যাল
purple aura