বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪

নিমিষের খেলা - -

সব কিছুই যখন নিমিষের খেলা 
তখন এত মান অভিমানের 
কিসের জন্য, পৃথিবী 
আকাশ, সাগর 
মরুভূমি 
সমস্ত কিছু রইলো ক্ষণিক মৌন 
অবস্থায়, যখন অন্তিম 
নিঃশ্বাস, ছাড়ল 
দেহের 
আঙুল, আপন জনের ওই হাটে 
ছিলাম আমি তখন খুবই 
অপরিচিত, নেয়া 
দেয়ার চুক্তি 
গেল -
এক পলকে ভেঙে, ফিরে আর -
চায় নি কেউ, সন্ধানের 
প্রশ্ন ওঠে কোথায় 
সবাই তখন 
নিজের 
মাঝে যথারীতি গেছে হারিয়ে, 
প্রকৃত সত্যের আগে সব 
কিছুই ছিল পরিষ্কার
কাচের মায়া 
ধরতে 
কি কেউ পারে, দৃষ্টির সর্বশেষ
প্রান্তে ছিল কেবল এক 
সঘন ভাসন্ত 
কুয়াশা !
তার তথাকথিত আত্মীয়তার
রেশমী সুতোর সৃষ্টি খুলে 
গেছে ক্রমশঃ, তীব্র 
বেগে এলোমেলো 
ভাবে - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
purple aura

ঝাঁঝর পৃষ্ঠতলে - -

কুয়াশাবৎ ওই রহস্যময় অরণ্যে, চির 
পলাতক ছায়ার সন্ধান, কাঠামো
বিহীন, পূর্ণায়ত আয়নার 
মুখোমুখি তখন 
নগ্ন দেহ, 
নারী 
পুরুষের বিভেদের বাইরে তখন জীবন,
কিছু প্রশ্ন চিহ্নের ভিড়ে, অস্তিত্ব 
খুঁজে তথাকথিত আপন 
জনের চেহারা 
আসল 
কি নকল ওই ভালবাসার প্রতিফলনে -
সব কিছু উদ্ভাসিত, অন্তর্মনের 
গভীরে সুপ্ত আলোড়ন
তখন খুঁজে 
বেড়ায় 
মিহি বালুর উপকূল, অতৃপ্ত বাসনার -
তরঙ মিশে যেতে চায় ঝাঁঝর
পৃষ্ঠতলে - - 

* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
forest-fog-cornelia-rusu-labosan