বুধবার, ৩১ জুলাই, ২০১৩

কল্পনার পরলোকে - -

প্রতিবিম্বিত অনুরাগের ধরাতল সহসা জীবন্ত,
তার চোখের পরশে জীবন- মরু, হয় 
উঠে জলপূর্ণ অভিলাষ, দেহের 
শুষ্ক সৈকত, অকস্মাৎ
জলমগ্ন ! ওই 
অবগাঢ 
অনুভূতির মাঝে হৃদয় খুঁজে চির বন্দিশালা,
তার ভাবনার প্রবাহে ভাসিয়ে দিতে 
চায় ত্রিভুবনের মায়া, না 
আকাশ, না পৃথিবীর 
বন্ধন তখন 
বাঁধতে 
পারে আবেগের ধারা, বহে যায় প্রণয় তরঙ্গ 
কল্পনার পরলোকে - - 
* * 
- শান্তনু সান্যাল 
unknown source art 15

নিরুদ্দেশ পৃথিবী - -

মধ্য রাতের সে এক দ্রুত দূরগামী ট্রেন,
আলো নিয়ে বুকে, যায় দৌড়িয়ে 
কুয়াশা ভরা উপত্যকার 
ওপারে, রেলপথের 
ধারে একাকী 
জীবন 
বসে রয়, নিরুদ্দেশ শিশুর রূপে, দেখে -
যায় ডুবন্ত তারা, চাঁদের দ্রাবণ,
বুনো ফুল গাছের শীর্ষে 
জোনাকির মৌন 
জাগরণ !
বহু দূর ঠিক পাহাড়ের ঢালে, দুই বন্য -
নদীর সঙ্গমস্থলে, তোমার অবুঝ 
ভালবাসা, ভিজে রয় 
জোছনার 
সিক্ত আলোয়, আকাশ পথে ভেসে যায় 
পরিযায়ী পাখির ঝাঁক, রাত্রি -
শেষে  কে যেন রেখে যায় 
নিঃশব্দ পায়ে, ঠিক 
দরজার মুখে, 
ছেঁড়া 
ভাবনার খামে, কিছু অদেখা স্বপ্নের - - 
ভুল ঠিকানা হতে ফিরে আসা
বিবর্ণ, গন্ধহীন চিঠি !
নিরুদ্দেশ শিশু,
নির্জন 
প্ল্যাটফর্মের শেষপ্রান্তে দাঁড়িয়ে দেখে,ওই 
চেনা পৃথিবী এক রাতে সরে 
গেছে অনেক দূরে - - 
* * 
- শান্তনু সান্যাল 
Hawkesbury art