প্রতিবিম্বিত অনুরাগের ধরাতল সহসা জীবন্ত,
তার চোখের পরশে জীবন- মরু, হয়
উঠে জলপূর্ণ অভিলাষ, দেহের
শুষ্ক সৈকত, অকস্মাৎ
জলমগ্ন ! ওই
অবগাঢ
অনুভূতির মাঝে হৃদয় খুঁজে চির বন্দিশালা,
তার ভাবনার প্রবাহে ভাসিয়ে দিতে
চায় ত্রিভুবনের মায়া, না
আকাশ, না পৃথিবীর
বন্ধন তখন
বাঁধতে
পারে আবেগের ধারা, বহে যায় প্রণয় তরঙ্গ
কল্পনার পরলোকে - -
* *
- শান্তনু সান্যাল
unknown source art 15