নীল শুন্যের আবেগ
ওই উন্মত্ত পথের অন্ত ছিল না, ঘুরে চলেছে
তন্তুময় জালে, বহুবিধ ভাঁজে, অনেক
বিন্দুর নিজস্ব যেন রয়েছে অখণ্ড
গ্রহ , উপগ্রহ -এক প্রবাল
প্রাচীরের বৃহৎ জমি ,
ওই চোখের
তোরণ
খুলে না বারংবার ,জীবনে এক বা দুই বার,
আবেগময় তরঙ্গ খুবই উপাদেয় , উঁচু
নিচু লেখ যেন প্রাণ ভরা
রজনীগন্ধা র বিক্ষিপ্ত
সুবাস, জঙ্গলময়
বুকের ভূদৃশ্য
এবং
জোছনাময় অধর ,রাত তখন বিগলিত
রুপালি বন্যা, দেহ ও আত্মার দিব্য
মিশ্রণ, চরম আসক্তির সেই
ক্ষিতিজ রেখায়, পরিপূর্ণ
নৈবদ্য , উন্মুক্ত
সমর্পণ,
নিশীথ বৃষ্টি ভরে চলেছে প্রণয়ের উপত্যকা,
নবজাতক ব্রততী যেন খুঁজে চলেছে
কামনার উত্স, সৃজনের গর্ভ
দ্বার, নিঃশ্বাস লযবদ্ধ
ধরে রাখতে চায়
পরমানন্দ,
বৃষ্টির
উন্মান্দ তুঙ্গে , রাত্রি অশেষ , রাতজাগা
আকাশগঙ্গা ঝিমিয়ে চলেছে নীল শুন্যে -