রবিবার, ৩ মার্চ, ২০১৩

পরশ পাথরের সত্যতা - -

পরশ পাথরের সত্যতা কত খানি ছিল -
ভাবতে ভাবতে জীবনের সন্ধ্যা 
নেমে এলো, বহু বার সে 
ছুঁয়েছে বাহ্য পরিধি,
অগণিত বার 
পরিক্রমা,
তবুও কেন্দ্রক অবধি পৌঁছতে পারি নি 
সে, আসলে দূর থেকে পাহাড়ের 
সৌন্দর্য্য দ্বিগুণ বেড়ে 
যায়, সব কিছু 
ইন্দ্রনীল 
যেন ! ধুসর রঙের বাস্তবিকতা সেখানে 
চোখ করে অগ্রাহ্য, যখন দূরত্ব 
ক্রমশঃ হ্রাসের দিকে, 
হৃদয়ে বিরক্তির 
কুয়াশা -
ঘনিয়ে উঠে ধীরে ধীরে, স্বপ্নীল কিনারা
যায় দুরে সরে, নিঃশব্দ ভাঙনের 
সূত্রপাত সেই ক্ষণে, প্রেমের 
ঢেউ মন্থর ভাবে ছুঁয়ে 
রয় দেহের -
তীর !
জীবন তখন লৌহ নির্মিত উপেক্ষিত জং 
ধরা, এক প্রাচীন সেতু, বহু স্পর্শেও 
সুবর্ণ হয় ওঠে না - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
japanese art 2

অবাঞ্ছিত ভীতি - -

তোমার মনের অনুযায়ী নিজেকে ঢালতে 
গিয়ে দেখি, জীবন কাঠামোর বাইরে,
যেন এক পূর্ণায়ত ছবি হাত 
পা গুটিয়ে ছাঁচের 
মাঝে হাঁপিয়ে 
চলেছে !
তোমার চাহিদার অফুরন্ত ফর্দে প্রায়ই - -
খুঁজি, দেহ ও প্রাণের মিলন বিন্দু,
বিবর্ধক ভাবনার লেন্স 
এখানে ব্যর্থ, সব 
কিছু যেন 
গল্পে বাঁধা, আলতো স্পর্শ থেকে নিয়ে - -
তথাকথিত নিবিড় আলিঙ্গন পর্যন্ত,
নিঃশ্বাসের চির পরিচিত এক 
ত্রিকোণমিতি, হৃদপিণ্ড 
হাড় মাংশ, রক্ত 
শিরা, এমন 
কি অতি সুক্ষ্ম কোষ অবধি, ক্ষণিক - -
আবেশিত ভালবাসা, শেষ প্রহর 
ফুরাতে না ফুরাতে, এক 
মৌন অভিমানের 
সৃষ্টি ! তখন 
তুমি এক অপর্ণ শাখা, আর আমি শেষ -
প্রান্তে জমানো এক ফোঁটা শিশির 
কণা, চেয়ে আছি ভীরু 
চোখে দিগন্তের 
রক্তিম 
রেখা, নিয়ে বুকে যথারীতি, গলনের - -
অবাঞ্ছিত ভীতি - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



by Artist Irina Sztukowski