শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

আগামী কাল - -

আমি চেয়ে ছিলাম শুধুই এক মুঠো রোদ্দুর, 
গোলাপী শীতের সকালে, জানালার 
ফাঁক হতে তার হাসির 
খিল খিল শব্দ,
শিশির 
ভেজা গন্ধে টাটকা দিনের প্রারম্ভ, বর্ণহীন 
অলিন্দের বুকে হটাত ধপাস করে,
খবরের কাগজের পড়া, 
ভাঙিয়ে যায় 
কাচিক 
স্বপ্নের ধরাতল, সব কিছু সহজ নয় জীবনে,
মেঘ বিহীন নীলাকাশ, আর চোখে 
পড়ে না, ধুসর রঙের যেন 
পরিপূর্ণ আধিপত্য, 
পৃথিবী ও 
অম্বর দুটিই পারস্পরিক সমীকরণ, সব  
কিছু মিলিয়ে শুকিয়ে চলেছে 
একাকী মনের মানি 
প্লান্ট, এর 
মধ্যেও 
জীবন খুঁজে বেড়ায় সন্ধ্যার আলতো -
আঁধারে তার লাজুক হাতের 
রেখায় নিজের এক 
মিষ্টি আগামী 
কাল - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
water color by Arup Lodh, based in Kolkata