তার অদৃশ্যমান মৃগয়ার অর্থ খুঁজতে চায় মন,
যেন শিকার নিজেই ধেয়ে যেতে চায়
জীবান্তকের সম্মুখে ! স্বেচ্ছায়
আত্ম সমর্পণ, ওই মৌন
চোখের ভাষা
লিখে
যায় লিপি বিহীন কাব্য হৃদয়াঞ্চলে, জীবনে - -
অপ্রত্যাশিত পরিবর্তনের সূত্রপাত, এক
ভুলো ভুলো ভাবের আরভমান,
প্রণয়ের ঘুঁড়ি ভাবনার
সুতো ধরে যেন
উড়ে যেতে
চায়
মেঘলা আকাশে, উন্মুক্ত উড়ান ! সব কিছু -
ভুলিয়ে, পৃথিবী তখন অচেনা গৃহ, শুধু
নজরে তখন সেই অদ্ভুত তীরের
কামনা, বুক চায় যেন
গভীর বিঁধান,
মধুর
ক্ষতের দীর্ঘ অভিলাষ, অপরিভাষিত মিষ্টি - -
আঘাত !
* *
- শান্তনু সান্যাল