এই পাথুরে পথ হেঁটে যদি চাও সঙ্গী হতে, তবে এসো, হৃদয়ের দ্বারে কোনো ছায়াপথ নেই,
সুদূর প্রসারিত মৌনাঞ্চলে শুধুই রয়েছে
মৃগ মরীচিকার মেঘ আর তপ্ত
মরুভূমি, নিঃশব্দ শিশির
ঝরে সারা রাত, কিছু
ক্ষণের আলো
এই পথের
কাহিনী,
অনন্তকালের অনুবন্ধের কোনো শপথ নেই,
এই পাথুরে পথ হেঁটে যদি চাও সঙ্গী হতে,
তবে এসো, হৃদয়ের দ্বারে কোনো
ছায়াপথ নেই । অভিলাষের
তালিকা অশেষ, নদীর
বাঁকে জীবন খুঁজে
হারিয়ে যাওয়া
সঞ্জীবনির
বৃক্ষ, যার
গায়ে ঝুলিয়ে রয়েছে কিছু অপূর্ণ মানতের পাথর,পল্লববিহীন ওই গাছের শাখায়
জড়িয়ে আছে হলদে অমরলতা,
আলোর স্রোতে ভাসিয়ে
যে নিয়ে যেতে পারে
এমন কোনো
মায়াবী
রথ
নেই, এই পাথুরে পথ হেঁটে যদি চাও সঙ্গী হতে, তবে এসো, হৃদয়ের দ্বারে কোনো ছায়াপথ
নেই ।
- - শান্তনু সান্যাল