পতঙ্গের জীবনী
ওই মুখোশের খেলা খেলতে গিয়ে দেখি;
যা কে ধরেছি বন্ধ চোখে সে আর
কেউ নয়; আমার অভিন্ন
বন্ধু, নিয়ে হাতে
আগ্নেয়
অস্ত্র খানি; পথ চেয়ে আছে আমার, ওই
অন্ধকুপে ঠেলে সে এখন কৃত্রিম
অশ্রুময় চোখে দেখাতে
চায় নিজেকে
নিষ্পাপ,
তার বিষাক্ত সৌন্দর্য্যের কাহিনী কোনো
কল্পনা নয়, লাটানা ফুলের গায়ে
সে ঘুমিয়ে রয় পুষ্পরজ
মেখে সমস্ত দেহে,
একাকার,
মৃগ বৃন্দ ধেয়ে যায় যেমন জীবান্তকের
মুখোমুখি, নিরীহ ভালবাসা আমার
থামতে চায় না বিঁধে বুকের
মাঝে অগ্নি শূল, সেই
মধুর ব্যথায়
আছে
লুকানো মৃত্যু উপরান্তের জীবন - - -