বুধবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৩

সাক্ষাৎকার - -

সত্যি কি মিথ্যে বুঝি না, এইটুকুই জানি যে 
তার অন্তর্নিহিত চোখে ছিল কিছু 
অবর্ণিত অভিপ্রায়ের 
ঝিলিক, এক 
সাধ 
অমিমাংসিত ! ঐকান্তিক বাসনার সুরভি - 
তাই আমিও খুলে গেছি সঙ্কুচিত 
পাপড়ির আবর্ত, সেই 
আনত নেত্র -
পল্লবের 
শিশির কণায় ছিল, জীবনের সারাংশ কি - - 
প্রেমের প্রতিবিম্ব, বিহ্বলতা রইলো 
বুকের মাঝে যেন চিরস্থায়ী 
রহস্যের রূপে, সেই 
গোপন ও 
মৌন সম্মতির সাক্ষী ছিল, আবছা আলোয় 
আলোকিত কিছু বুনো তুলসীর গন্ধ,
কিছু জোনাকির দপদপানি,
কিছু দীর্ঘ নিঃশ্বাসের 
ছোঁয়া, এক 
অপরিচিত জীবনের সাথে সাক্ষাৎকার - - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

rose and moon