উড়ে যাক অস্থির সমস্ত তুষার কণা
সকালের মন্থর বাতাসে, জোর
করে আটকালে যাবে
সব কিছুই
গলে,
নতুবা শীত দহন নিয়ে করতলে - -
জীবন খুঁজে বেড়াবে বিলুপ্ত
প্রেমের ঠিকানা, সব
কিছু কি পোষ
মানে,
আসলে মনের মিল যদি না হয়, কি
অর্থ আছে, জোরাজুরি হাতে
হাত মিলিয়ে দূরে
হেঁটে যাওয়ার
অভিলাষ,
শুধুই
ছদ্ম অভিনয়ের ছলে পরস্পরকে - -
ধরে রাখা, আর পুষ্পিত
মোড়ে হঠাৎ সরে
যাওয়া - -
* *
- শান্তনু সান্যাল
সকালের মন্থর বাতাসে, জোর
করে আটকালে যাবে
সব কিছুই
গলে,
নতুবা শীত দহন নিয়ে করতলে - -
জীবন খুঁজে বেড়াবে বিলুপ্ত
প্রেমের ঠিকানা, সব
কিছু কি পোষ
মানে,
আসলে মনের মিল যদি না হয়, কি
অর্থ আছে, জোরাজুরি হাতে
হাত মিলিয়ে দূরে
হেঁটে যাওয়ার
অভিলাষ,
শুধুই
ছদ্ম অভিনয়ের ছলে পরস্পরকে - -
ধরে রাখা, আর পুষ্পিত
মোড়ে হঠাৎ সরে
যাওয়া - -
* *
- শান্তনু সান্যাল