বুধবার, ২৪ আগস্ট, ২০১১


অনাহুত

তারা অবুঝের ভান করে, নাস্তিক ও আস্তিকের
রেখায় নিজস্ব স্বার্থের হরি লুট করে, 
আসলে মনের সুপ্ত অভিলাষার গুপ্ত সমীকরণে -
শুধুই পরের পরিধানের সুক্ষ্ম খুঁত ধরে,
তাদের নজরে বৈজ্ঞানিক সীমার বাহিরে শুন্য,
ওই শুন্য ছিদ্রে লোকপ্রিয়তার সুত ভরে,
তারা কাপুরুষের আড়ালে লুকিয়ে রাখে অস্তিত্ব 
বর্তমানের খুন করে ভবিষ্যতের ভূত ধরে,
স্বপ্নের সৌদাগর ভালই ভাবে জানে ভাবের খেলা 
নিজে রাজনের সিংহাসনে, মুর্খ রাজদূত করে,
তারা অসাধরণে সাধারণ বহে যায় অগ্রিগামী পথে 
কিরীটের প্রেমে কুরুবংশী তাদের পদচ্যুত করে, 
সেই সন্যাসী কি বৈরাগী,পরিভাষার বাহির মানুষ 
আমূল ক্রান্তির পরে, সময় তারে অনাহুত করে,

-- শান্তনু সান্যাল

The Paintings Of Salvador Dali

http://sanyalsplanet.blogspot.com/