বুধবার, ৩১ অক্টোবর, ২০১২

অপরিচিত নিজস্ব প্রতিচ্ছায়া - -

একান্ত ভাবে তার প্রণয়ী নয়ন চেয়ে ছিল 
অনেকটা কল্পনার বাহিরে, দিতে 
গিয়ে দেখি অস্তিত্ব বলতে 
শুধুই বাকি রইলো 
অস্থিপঁজর,
তবুও কৃপণ হতে পারি নি জীবন, প্রথমে 
হৃদয়ে আধিপত্য, কালান্তরে দেহের 
সমর্পণ,পরিশেষে প্রাণের 
পুতুল খেলা, তার 
হাতের সেই 
অদৃশ্য 
রেশমী যোগসূত্র যেমন ইচ্ছে তেমন করে 
গেছে নিঃশ্বাসের সাথে আবেগের 
অবিরাম ক্রীড়া, উপাসনা 
কি বুনো বাসনা, বলা 
মুশকিল, শোনিত 
শিরা হতে 
সে গেছে মিশে ভাবনার রহস্যময়ী কণার 
সাথে, বেদখল করে আছে আমার 
ভিতরে আমার পরিচয়, 
ভাবশুন্য চোখে 
দেখে যাই 
কেবল আমি, তার প্রেমের অপরূপ মায়া - - 
নির্বাক, নীরব নিশীথ রাতে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Soul s Journey - painting by RASSOULI 

সোমবার, ২৯ অক্টোবর, ২০১২

সুক্ষ্ম আবর্ত - -

নীরন্ধ অন্ধকারে  চোখের আলো অফলপ্রসূ,
স্পর্শের ভাষা হয় উঠে মুখরিত, হঠাৎ 
যেন যষ্ঠেন্দ্রিয় সজাগ, ধরে 
রাখতে চায় সব কিছু 
লিপ্সা ও স্পৃহার 
অন্তর তখন
গৌণ !
প্রবুদ্ধ আবরণ তখন সাংঘাতিক পারদর্শী - 
উগ্র আবেগে দেহের আকাশ উদ্ভাসিত,
সঠিক বা ভুলের দ্বন্দ্ব উপান্তে 
যায় সরে  স্বয়ং, বন্য 
অনুভূতির 
মাঝে 
জীবন খুঁজে বেড়ায় প্রকৃত আনন্দের পথ !
সাধু অসাধুর পরিভাষা এখানে 
করে অট্টহাস, স্তর প্রতি 
স্তর খসে পড়ে 
ভণ্ডামি,
হিংস ক্ষুধা করে যায় সব কিছু ভক্ষণ, ওই 
বাস্তবিকতার মুখোমুখি নিখুঁত 
আরশি পর্যন্ত নগ্ন, এক 
নিরুপায় ভঙ্গুর 
বস্তু মাত্র !
মানুষ অমানুষ, কীট পতঙ্গ, জলচর স্থলচর,
জীবনের উত্পত্তি অন্তর্নিহিত এই 
সুক্ষ্ম আবর্তে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by namiarlda

শনিবার, ২৭ অক্টোবর, ২০১২

ধুম্র বলয় - -

কোন পরশে জেগে আছে ভেজা চোখের স্বপ্ন, 
ফিরে গেছে দুয়ার হতে, অবশেষে ওই 
বোবা সকালের প্রতিধ্বনি, তার 
অব্যক্ত ভাবনায় ছিল, এক 
সমীপবর্তী প্রলয়ের 
আলোড়ন !
জানি না কি বলতে চেয়েছিল সেই নীরব -
বিক্ষোভ, রেখে গেছে সিঁড়ির অন্তিম 
ধাপে কিছু প্রশ্ন চিহ্ন, মলিন 
বুকের ছাপ, ছেঁড়া 
টুকরো টুকরো 
এক জীবন,
হাঁপানির ভাষা, ক্ষণে ক্ষণে ক্ষয়িত দেহের 
বাধ্যবাধকতা, বেঁচে থাকার অদম্য 
অভিলাষ, ভেসে ওঠা প্রতিমার 
পুষ্প, নকল অলংকার, 
রঙ্গীন মাটির 
 ক্রমশঃ 
গলন এবং নোংরা নদীর তীরে উর্ধ্বগামী
ধুম্র বলয়, সূর্য্য নিখোঁজ - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/

thorn beauty 

বুধবার, ২৪ অক্টোবর, ২০১২

আমাদের মধ্যে - -

যাও - - তুমি ও যাও, কোনো চুক্তি ছিল কি 
কোনো দিন আমাদের মধ্যে, বোধ হয় 
না, এত খটকা কিসের, স্পষ্ট 
বিনিময়, নিঃশ্বাসের 
আদান প্রদান,
কেবল 
কিছু ক্ষণের মানসিক ভাঙন, অনুতাপ -
লজ্জার কিছুই নাই, সবাই একদিন 
ভেঙ্গে যায় অঙ্গীকারের কাঁচা 
সুতো, কাচের নির্মাণের
পিছনে চিরদিন 
লুকিয়ে রয়
মৌন 
ভেঙ্গে যাওয়ার আতঙ্ক, তাই এত বানিয়ে 
সাজিয়ে বলার কিছু অর্থ আছে কি,
আরশির পারদর্শিতা ছিল 
সাময়িক, মৌসুমের 
নিয়ম বদলানো 
সহজ নয়,
প্রেমের পারদ ; যদি যায় খসে আশ্চর্য্যের 
প্রশ্ন  উঠে  না, প্রতিবিম্ব ক্রমশঃ 
যখন যায় হারিয়ে, বিকল্প 
রয় যায় হাতে দুটো,
দর্পণের পূর্ণ 
প্রতিস্থাপন কিংবা স্বেচ্ছায় আঘাত দিয়ে 
জীবন্ত ভাঙন, বিকৃত প্রতিফলন 
নিয়ে বুকে নিকটবর্তী 
শয়ন, ভরে যায় 
শুধু ছলনার 
গরল,
তাই বলি সময় এখনো আছে হাতে, যদি 
চাও খুঁজে নাও নিজেই মুক্তির পথ,
তুমি ভালই ভাবে জানো
আমাদের মধ্যে 
সন্ধি 
বলতে কিছুই নাই কিছুই ছিল না, কোনো
দিন থাকবে কি - - 

- শান্তনু সান্যাল
painting by PRITI GHOSH 






মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২

স্বপ্নীল অর্ঘ্য - -

বিস্ফারিত চোখে তার গভীর অনুপ্রবেশ,
ঠিক পুজো মণ্ডপের মুখ্য দ্বারে, ওই 
এলোমেলো চুলের মুখ, উঠন্ত 
কন্ঠ হাড়, মলিন টি 
শার্টে ঢাকা 
দুর্বল 
পাঁজর, চেয়ে রয় হারানো শৈশবের স্বপ্ন,
প্রতিমার সাজ সজ্জার মাঝে সে খুঁজে 
বিচ্ছিন্ন মাতৃত্ব, জন অরণ্যে 
ছুটে যাওয়া শক্ত আঙ্গুল,
বুকে জড়ানো সেই 
ভাসা ভাসা 
আপন 
গন্ধ, সুদূরে সরে যাওয়া ইংরেজি স্কুলের 
ঊষাকালীন প্রার্থনা, ঢাকের ধিতাং 
তালে সে খুঁজে বেড়ায় কটু 
সত্য, বেঁচে থাকার 
মন্ত্র, ফিরে 
আসে 
নিজের জগতে, ফেকাশে কিন্তু বাস্তবিক 
জীবনের ধরাতল, হয় ত একদিন 
সে ও মাখবে দেহ ও প্রাণে 
বহিরাগত তীব্র গন্ধ,
নিয়ে হাতে কিছু 
আসল ফুল 
যাবে পূজার প্রাঙ্গনে, ফিরে যায় সে একাকী 
অন্ধকার গলির মুখে, নিয়ে স্বপ্নীল 
অর্ঘ্য বুকে - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by ARUP LODH - Kolkata - India 

সোমবার, ২২ অক্টোবর, ২০১২

বুকের মাঝে - -

অনুপায় রাত্রির আছে অনেক বাধ্যবাধকতা,
তাই জড়িয়ে যেতে চায় দেহ ও প্রাণে,
যত শীঘ্র সম্ভব ! জোছনার নাই 
কোনো তাড়া, ঝুলিয়ে 
রাখতে চায় কিছু 
সম্ভাবনা,
পদ্ম পাপড়ির ডগায় থেমে আছে শিশির কণা,
ঠিক তার ক্ষণিক উন্মাদনা, উদ্বেলিত 
করে যায় সুপ্ত গন্ধ কোষ, ওই 
বিরোধাভাসের মাঝে 
জেগে রয় কিছু 
আবেশের
পরিমল, জীবন বেঁধে রাখতে চায় তার অস্থির 
ভালবাসা, পলকা হৃদয় আবর্তে, 
একাধিকার আঁকড়িয়ে 
বুকের মাঝে - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


art by Prachtige schilderijen 

রবিবার, ২১ অক্টোবর, ২০১২

অবুঝ প্রেমপত্র - -

জানি না কোথায় হতে ভেসে আসে শরৎ রাতে,
শিউলি গন্ধে মাখা কোমল অনুভূতি, স্নিগ্ধ 
সমীরণে রেখে যায়  কাঁচা প্রণয়ের 
প্রথম প্রতিশ্রুতি, ঝরে যায় 
কার চোখের আলো
হৃদয়ের কাচিক 
প্রান্তরে !
ভেজা ভাবনার পতঙ্গ খুঁজে বেড়ায়, নীলাভ -
হরিত আলোর স্রোত, দূরবর্তী অঞ্চলে 
ধেয়ে চলেছে মন, ধরতে স্মৃতির 
চঞ্চল জোনাকি, অস্থির 
জীবনের ক একটা 
স্থির মধুর 
মুহূর্ত !
প্রজাপতির রঙ্গীন ডানায় লেখা প্রকৃত লিপির 
অবুঝ প্রেমপত্র - - 

- শান্তনু সান্যাল 
art of Bengal - no idea about painter 

শনিবার, ২০ অক্টোবর, ২০১২

রঙ্গ বিহীন - -


জীবন এখানে বালুচর, আলগোছ ফেলানো,
জন স্রোত আর নদীর কিনারা দুটিই  
পরস্পর একান্ত অনুপূরক, ছুটে 
যায় সুদুর মফস্বল প্রান্তে,
বসে রয় সারাটা 
রাত একাকী 
স্বপ্নের 
নিরীহ শিশু, আধ ভাঙ্গা প্লেটফর্মে, নিজেকে 
নিজের ভিতরে গুটিয়ে, চেয়ে থাকে 
এক দৃষ্ট, নেড়িকুত্তার এক 
চোখ খোলা ঘুম,
পুলিসের 
হুমকির সাথে আশ্রয়ের টোপ, মাসুল আদায়,
ভাঙ্গা পাঁজর মেরুদণ্ড নিয়ে স্বপ্ন খুঁজে 
হারানো অস্তিত্ব, কিছু খুচরো
পয়সার রূপে জোছনার 
ক একটা ছড়ানো 
আলোর কণা,
চেয়ে থাকে ম্লান, অনিদ্রিত মুখে, পূব দিকের 
তিব্রগামি ভোরের প্রথম লোকাল 
ট্রেন, আকাশ এখনো 
কুৎসিত, ধুসর 
রঙ্গ বিহীন 
সূর্য উঠতে এখনো অনেক দেরি - - 
- শান্তনু সান্যাল
Lonely-Bird-waiting









বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২

কার লাগি অদৃশ্য দাহ - -

কাঁসা রঙ্গী আকাশ ভেসে উঠেছে, আবার 
গঙ্গার গভীর বুক হতে, এ কি এখনো 
বসে আছ, পথ চেয়ে সেই আধ 
ভাঙা দেউলের মুখ্য দ্বারে, 
খণ্ডিত বিগ্রহের 
মুখোমুখি,
কখন যে ফিরে গেছে আবেগী মৌসুম, হয় 
ত টের পাওনি, বৃক্ষশাখায় ঝুলে আছে 
কেবল নিঃশ্বাসের ক এক শুকনো 
ভাবনার কুসুম, ফাটল ধরা 
দেয়ালে স্মৃতি চিহ্ন যেন 
বিলুপ্তির পথে !
তবু ও 
জানি না কিসের টানে পুড়িয়ে যেতে চাও,
কনকময় দেহ ও প্রাণের দুর্লভ 
জগৎ - - 

- শান্তনু সান্যাল
PAINTING BY SUBIMAL DAS, KOLKATA  INDIA 

বুধবার, ১৭ অক্টোবর, ২০১২

ভালোলাগা


ভাগ্য লিপির অনুসন্ধান ছিল খুবই দুর্বোধ্য !
তীরে দাঁড়িয়ে রইলাম সারাটা জীবন 
জলে পা বাড়াতে পারি নি কোনো 
দিন, নিমজ্জনের আশংকা 
শুধুই ভিজিয়ে গেছে 
বাহ্য আবরণ,
অন্তর্মনের 
ভূমি 
পড়ে রইলো আলগা, বিছিন্ন, তার প্রেমের 
জোয়ারভাটা ভাসিয়ে নিতে পারি নি 
দেহ ও প্রাণের দহন, কেবল 
ছিঁটে ফোঁটা বৃষ্টি সম 
উড়ে গেছে তার 
ভালোলাগা 
এক 
লহমায়, ভালবাসা হয় ওঠে নি কোনো দিন !

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/



artist Jessica Bader

মঙ্গলবার, ১৬ অক্টোবর, ২০১২

ফেরৎ কবিতার খাম - -

গুছিয়ে বলতে চেয়েছি বহু বার মনের কথা, -
বিশৃঙ্খলিত ভাবনা শুধুই বাক্যহারা,
নির্বাক চেয়ে রইলো তার দিকে, 
হারানো শব্দ গুলো খুঁজে 
পাই নি, কোনো দিন 
হৃদয়, আজ 
পর্যন্ত,
তাই জীবন একটি অপ্রকাশিত কবিতা, ফিরে 
আসে বারে বারে, ছুঁয়ে তার নয়নের 
সম্পাদনা, নাকচ কি স্বীকৃতি 
বোঝা মুশকিল, অদৃশ্য 
সঙ্কেতে কি যেন 
লেখা আছে 
উপান্তে, 
অধর ছাপ কিংবা অশ্রু দাগ, প্রতি মুহুর্তে এক 
রোমাঞ্চ ঘনিয়ে আনে তার মৌন প্রণয়,
প্রতি দিন প্রতিবিম্বে ভেসে উঠে 
রহস্যময়ী তরঙ্গ,নিজের 
চেহারা নিজে কে 
বলে, কিসের 
দহনে 
জ্বলে চলেছো তিলে তিলে, নিঝুম সন্ধ্যার নীল 
আঁধারে - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/


art by Andrei Kushnir 

সোমবার, ১৫ অক্টোবর, ২০১২

ভাসন্ত শব্দের চিঠি - -

কিছুই ন বলে সে বলে গেছে অনেক কিছু, 
চোখের সেই রহস্যময় ঝিলিকে ছিল 
জীবনের সংক্ষিপ্ত বিবরণ, মর্ম 
বুঝতে প্রাণ যায় হারিয়ে !
আজ ও সে আছে 
হৃদয় জুড়ে 
অদৃশ্য 
আধিপত্য নিয়ে বুকে, ঝরে যায় নিশীথ -
রাতে, এক লয়ে বিন্দু বিন্দু আকাশ
হতে পিপাসিত অধর তীরে, 
তবু যেন রিক্ত মনের 
শুকনো লবণাক্ত
হ্রদ, সারাটা 
সময়  
শুধুই চেয়ে রয় উড়ন্ত পাতলা মেঘের দল !
যদি অপ্রত্যাশিত ভাবে দিয়ে যায় 
কোনো দিন, সজল শ্রাবণের
ভাসন্ত শব্দের চিঠি !

- শান্তনু সান্যাল
cluster bloom 

রবিবার, ১৪ অক্টোবর, ২০১২

অভ্যন্তরীণ জগৎ - -

অভ্যন্তরীণ জগৎ পার করে সে যেন যেতে 
চায় আজ রাতে অনেক দুরে, তার 
নিহারনে লুকিয়ে আছে গুপ্ত 
রহস্য, গভীরে ডুবে 
রয় এক মধুর 
চক্রান্ত, 
উঁকি দিয়ে চলেছে চোখের গন্ধে, অন্তর্ভুক্ত -
অতিরিক্ত অভিলাষ, বারংবার সে 
ফিরে চায়, অবুঝ স্বীকৃতির 
মাঝে ঢেকে রাখে সে 
নিবিড় প্রণয়ের 
অগ্নিশিখা,
এক অদৃশ্য মায়া ভরে যায় প্রতিপলে, যেন 
উজ্জ্বল জোছনায় প্রতিবিম্বিত 
আকাশের বুকে ভেসে 
চলেছে স্বর্ণকমল 
স্থির মনের 
ঝিলে !
অন্য জগতে সে টেনে নিয়ে যেতে চায় সর্বস্ব !
পৃথিবী, সাগর, মরুভূমি, নদী, পাহাড়, 
দেহ ও প্রাণ, পৌরুষ, আবেগ,
আগ্নেয়গিরি হতে শ্বাস 
তন্তু - - 

- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist Pavel Guzenko

বৃহস্পতিবার, ১১ অক্টোবর, ২০১২

জানাশোনা গন্ধ !

সে দিনের সন্ধ্যার বৃষ্টি এখনো ভিজিয়ে -
আছে কি মনের শুষ্ক ভূমি, মাঝে 
মাঝে ভেসে উঠে দেখি 
নিঃশ্বাসে অদ্ভুত 
জানাশোনা
গন্ধ !
ছুঁয়ে যায় অন্তর্তমের সুগ্রাহী ধরাতল -
অবাঞ্ছিত স্পর্শ কি এখনো 
জড়িয়ে রয়েছে হৃদ 
অঞ্চলে, যেন 
উড়ন্ত 
সোনালী প্রজাপতি রেখে গেছে এক স্মৃতি 
চিহ্ন, আঙ্গুলের ডগায় দেখি 
এখনো জেগে আছে 
অজানা শল্কের 
রেশমি 
দাগ, ফেলে গেছ কি জেনে শুনে, সুবাসিত 
ভাবনার রুমাল, ঠিক মনের 
দোরগোড়ায়, অনাহূত
সুরুভি করে রয় 
সারা রাত 
দেহ 
ও প্রাণে অনুপ্রবেশ, বন্য লতিকা সম -
তার ভালবাসা, উঠে যেতে 
চায় অস্তিত্বের শৈল
শিখর অবাধ্য
রূপে - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
1-creepers-sasitha-weerasinghe 1

শনিবার, ৬ অক্টোবর, ২০১২

অনুচ্চারিত - -

জ্বলিত দেহে নেমে আসছে আবার শিখারঙ্গী 
রাত্রি, রেখে গেছে সে আবার মর্মঘাতে 
প্রতিশ্রুতির প্রলেপ, কোন অজানা 
লয়ে ঝরে যায় শিশির বিন্দু, 
ধরে রাখতে পারি নি 
মসৃন পাপড়ির 
পৃষ্ঠতল !
দুয়ার পর্যন্ত এসে, চেয়ে রইলো মৌন চোখে,
শিহরিত ভাবনার পল্লব খুলতে পারি 
নি প্রস্ফুটনের রহস্য, সেই অর্ধ 
মুকুলিত স্বপ্নীল বৃন্তে, রয়ে 
গেল তার লাজুক
ভালবাসা 
চির -
অনুচ্চারিত, নিজের মাঝে নিজেই নিখোঁজ - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
mystery of night 

বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১২

গোপন সভা - -

সে আবার করে যাবে উচ্ছন্ন মনের জমি,
রেখে যাবে জ্বলন্ত স্পর্শ, মম লাজুক 
অনুভূতি আবার চেয়ে রবে 
আশাতীত মেঘের 
বর্ষণ, বিক্ষিপ্ত 
শ্রাবণ -
ধারা, পুনরায় জাগিয়ে অন্তহীন তৃষা, সে 
উড়ে যাবে সুদুর মালবিকা বনের 
দক্ষিন সাগর তীরে, সেই 
নদীমুখের ভাসন্ত 
বালুময় 
দ্বীপে, ওই নীলাভ আলোর অধিবাসে হয় 
ত আছে জোনাকির গোপন সভা,
স্বপ্নের নিশিপালন, প্রণয়ের 
বীজ রোপন, জীবনের 
পুনরুত্থান - - 

- শান্তনু সান্যাল
misty night 




বুধবার, ৩ অক্টোবর, ২০১২

নিঃশব্দ জলোচ্ছ্বাস !

আজ বলার কিছুই নাই, শুধুই এমনি বসে আছি, 
নির্বাক চোখে চেয়ে যাই তারা ভরা আকাশ, 
সমুদ্রের বুকে রাত্রির মহা প্রতিবিম্ব, 
ফিরে চলেছে দিগন্ত ছুঁয়ে কিছু 
ছায়াময় পাখির ঝাঁক,
অদ্ভুত নীরবতা,
নিঃশব্দ 
জলোচ্ছ্বাস ! না দুঃখ না সুখ, না আবেশ নাহি -
উদাসীনতা,এক নিঝুম ব্যাপক শান্তি !
চন্দ্র বিহীন যামিনী, গহন 
তিমির জড়িয়ে সর্ব 
দেহে হেঁটে যায় 
সুদুর,
মরুপ্রান্তর পেরিয়ে, বর্ষার সন্ধানে একাকী - -

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
alone traveler 1

মঙ্গলবার, ২ অক্টোবর, ২০১২

উন্মীলিত রাত্রি - -

সে এক প্রণয়ী ছায়া অথবা মায়াবী হরিণ, 
ভাবনার ঝোপের মাঝে এক লহমায় 
উধাত্ত, তরঙ্গিত গুল্ম শাখায়
উড়ে যায় আবেশের 
জোনাকি !
তোমার প্রেমের পরিভাষা খুবই জটিল,
দেহ ও মন দুটিই করে রাখতে
চায় বন্দী অন্তহীন ভাবে,
আমার ব্যক্তিত্ব
আজন্ম 
উন্মুক্ত, আবরণের ভাষা বোঝে না, গায়ে 
জড়িয়ে রয় আরশির উত্তরীয়,
কেমন করে আত্মসাত 
করি তোমায় বল,
খোলা জীবন 
পিঞ্জরে,
যদি পার এস, বিমুক্ত জলস্রোতের রূপে -
বন্য বক্ষঃ স্থলে - - 

- শান্তনু সান্যাল 
Creeper 1


পরাশ্রয়ী লতা - -

নিজে কে উজাড় করে জোছনা ভালবাসতে 
চায় গহন অন্ধকার, নিশুতি রাতের 
মায়া ছড়িয়ে চলেছে অদৃশ্য 
কুহকের আলো, সুদুর 
নীরব প্রান্তরে 
নিশাচর 
পাখির রহস্যময় সুরে জেগে উঠতে চায় -
গভীর প্রণয়ের শিখা, কার বিমূর্ত 
শরীর, হতে চায় আরোহী,
পরাশ্রয়ী লতার সম, 
ধরে রাখতে 
আগ্রহী,
দেহ ও প্রাণের তরু, প্রতি গন্ধ কোষ, পরাগ,
পুংকেশরে প্রগাঢ় আধিপত্য, করে যায় 
প্রতি মুহুর্তে আবেগময় অবরুদ্ধ !
হৃদয় তখন দ্রুত লেখচিত্র,
লিখে যায় জীবনের 
অবুঝ অর্থ,
ওই 
মহামিলনের সঙ্গমে, ভব্য আকাশ চেয়ে রয় 
নির্বাক, শব্দহীন - - 

- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/

painting by sasitha weerasinghe