শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩

http://sanyalsplanet.blogspot.com/
french-window-denise-laurin

কুয়াশার অতিক্রমে - -

কোথায় সব কিছু থাকে নিজের নিয়ন্ত্রণে, 
তথাকথিত, আমি এক সুপুরুষ,
বলিষ্ট বাহু, প্রশস্ত বুকের 
ধনী, তবুও যেন 
খুবই নিরীহ,
নিয়তির 
আগে কার চলে, তাই আরশির মুখোমুখি 
পুনরায় জবাবদিহি ! শৈশব থেকে 
আরম্ভ করে মুখের আকুঞ্চনের 
ভিড়ে, তুমি চাও খুঁজে 
বের করতে 
আমার 
বেঁচে থাকার মানে, মায়াবী ওই চৌখুপী 
ছককাটার মাঝে তুমি টেনে নিয়ে 
যেতে চাও বারে বারে, 
আসলে দোষ 
তোমার 
ও নয়, আসলে তুমি এই দুনিয়ার বাইরে 
কোথায়, একে অপরকে পরাজিত 
দেখার সাধ, সহজে যায় 
না মিটে, বরং 
আরও 
যায় বেড়ে, তাই বলি, ওই সরীসৃপ বৃতি 
বাদ দিয়ে সরাসরি ভাবে এগিয়ে 
এস, বড় মাছের খাদ্য 
চিরদিনই পুঁচকে,
এই স্নানকক্ষে 
সবাই 
উলঙ্গ, অত সব মুখোশের খেলা খেলে বা 
লাভ কি ? কোনো অন্য অবকাশের 
দিনে, না হয় পুনরায় খুলবে 
পাপ পুন্যের ডায়েরি,
থাকুক কিছু 
ক্ষণ 
আরও যথারীতি, কুয়াশায় ঢাকা সন্ধ্যা !
আবেগের আঁধার বাড়ুক যত 
দূর পারে, এখনো নিশা 
চর পাখিরা ডানা 
মেলে নি,
এখনো আমার প্রতিবিম্ব যায় নি হারায়ে,

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
misty morning(1)

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩

হিমশৈলের ঠিক নিচে - -

এখন আমি নেই কারোর আয়ত্তে, সরে চলেছি 
হিমশৈলের ঠিক নিচে, নীল লহরে, বহু 
দূর অন্য অজানা মহাদ্বীপের দিকে,
যতই ধরে রাখো চোখের 
অগোচর বাঁধনে !
আমি নেই 
আর তোমার নিঃশ্বাসের বাষ্প কণায়, ঠোঁঠের 
ওই কোণাকুণি হাসির রহস্যে, আমি 
এখন বাউণ্ডুলে মেঘের সঙ্গী 
জানি না কোন পথে 
যাব উলঙ্গ 
ঝরে !
তোমার রূপ রঙের নদী গেছে কবে শুকিয়ে - -
তা হয় ত তুমি টের পাও নি, সব কিছুই 
যায় ঝরে শুকায়ে, সময়ের চক্রের 
কাঁটা খুবই নির্মম, তার 
ছোবলে রাজন কি 
জীবক
সবাই সমান, অপর পারে দাঁড়িয়ে রয় নিয়তির 
মানুষ আবছা আলোয়, ধরে হাতে জীবন 
খেয়া, ক্রমশঃ সন্ধ্যার আঁধারে সে 
যায় হারায়ে, প্রতিধ্বনির 
সুর তখন আস্তে 
আস্তে 
বিলুপ্তির পথে, শুধু এক ছায়াবৃত্ত পরিবেশের - -
মাঝে তোমার ভাঙা কন্ঠে ভেসে রয়, 
আমার ডাকনামের বর্ণমালা 
বিখণ্ডিত রূপে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
painting by Kelley MacDonald

বুধবার, ২৭ নভেম্বর, ২০১৩

জীবন্ত নিঃশ্বাসের পুরুষ্কার - -

নিঃশ্বাসের উষ্মায় লিপ্ত, দেহ গন্ধের অরণ্যে 
লুকোনো, পারস্পরিক পরশে ঢাকা ওই 
বিগত রাতের রহস্য গুলো 
উঁকি দিয়ে চলেছে 
ক্রমশঃ - -
কোন নেপথ্য হতে এখনো যেন জল তরঙ 
বাজে মদ্ধম মন্থর সুরে, অবশ্যই এক 
নজরে সব কিছু ঠিক ঠাক,
নিজের জায়গায় 
যেন সব 
কিছু গোছানো, বাসী গন্ধে মিশে চলেছে -
সন্নিহিত বাগান বাড়ির নিশি পুষ্পে 
মিশ্রিত তীব্র সুগন্ধ, সঙ্গে 
সুদুর হতে বয়ে 
আসছে 
বুনো মাটির মাদকতা, বাতাসে কিছু যেন 
গুরুভার, আবার অন্ধকার, তোমার 
বুকে, ডেকে তুলবে ভাসা-ভাসা
কুহক অনুভূতি, গভীর 
প্রণয়ী আবেগের 
উন্মত্ততা,
পুনরায় সবকিছু সহসা এলোমেলো রূপে 
করে যাবে তোমায় বিশ্রামহীন,
ওই উড়ু উড়ু মুহুর্তে, তুমি 
আবার খুলে বসবে 
ভাবনার 
সিন্দুক, খুঁজবে অস্থির ভাবে আমার - - -
দেওয়া বিগত রাতের বিস্ময়কর
জীবন্ত নিঃশ্বাসের পুরুষ্কার !
জ্বলন্ত পরশের মধুর 
অনুভূতি,
সিক্ত স্পন্দনের লয়ে বাঁধা অদ্ভুত চন্দ্রহার,

* * 
 - শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
art by m dtandler

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩

অরণ্য নদীর ধারে - -

ওই বিস্মৃত অরণ্য নদীর ধারে, কুয়াশায় 
ঢাকা কোনো এক বিহানে, বুনো 
ফুলের সন্ধানে ! আবার 
আশা করি তুমি 
আসবে,
দেখেও না দেখার ভানে, লিখে যাবে সিক্ত 
বাতাসের গায়ে সুরভিত কবিতা, 
ওই আবছা আলোয় তুমি 
কুহক ভরা আঁচলে 
তুলে রাখবে 
কএক 
বিন্দু তুহিনজল, ওই জল বিন্দুর মাঝে হয় 
ত খুঁজে পাবে, আমার প্রণয়ী হৃদয়ের 
প্রতিফলন,তুমি কি পুনরায় 
ফিরে চাইবে আমার 
নিঃশ্বাসের ছায়া 
তীরে 
প্রজ্বলিত অনন্ত শিখার মাটির প্রদীপ  - - - 
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
emerging from mist
MistyMorning

সোমবার, ২৫ নভেম্বর, ২০১৩

জীবন নদী - -

এখনো হিয়ার গভীরে জেগে আছে অতৃপ্ত
পিপাসা, এখনো যে তুমি খুল নি
চোখের গুপ্ত স্রবণের ওই
অদৃশ্য অমৃত
ধারা !
এখনো জীবন খুঁজে পাই নি তোমার - -
বুকের গর্ভ গৃহ, যেখানে আছে
অনন্ত দীপ শিখার অখণ্ড
আলোর জগৎ,
এখনো
তুমি মরুপথের মরীচিকা, জানি না কবে
তুমি হবে জীবন নদী - -
http://sanyalsplanet.blogspot.com/
art by Judith D. Porto

শনিবার, ২৩ নভেম্বর, ২০১৩

ওই ঝরন্ত অশ্রুক্রমে - -

ওই ভাবনার অনুক্রমে অনেক কিছুই  
উদ্ভাসিত, আবার বহু বাসনা 
খুঁজে পায় না পুষ্পিত 
হবার ঠিকানা,
তোমার 
আমার মনের অনুষঙ্গ ছাড়াও অনেক 
কিছু আছে পৃথিবীতে, হৃদয় 
চায় শুধু এক তদন্ত 
চোখ, দেখেছি 
বহুবার 
ওই ঝরন্ত অশ্রুক্রমে কত অনুপায় - - 
মুহুর্তগুলো চায় বেঁচে থাকার 
মিথ্যে উপায়, জীবনে 
সব কিছু মনের 
অনুরূপ 
কোনো দিনই ঘটে না, দুঃখ সুখের - -
এই পরম্পরা বাইরে কেউ 
নয়, শুধুই অনুক্রমে 
অস্থায়ী ভাবে 
আটকিয়ে 
থাকার প্রয়াস মাত্র, অপ্রত্যাশিত এক 
সুরভিত খামের উড়ন্ত আগমন 
যদি ঘটে - - 

* *
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist karin novak neal

বুধবার, ২০ নভেম্বর, ২০১৩

যজ্ঞবৃতি - -

তার চোখের পরশে আছে, কি যেন 
অভিমন্ত্রিত পাশ, যতই চাও 
রেহাই, জীবন যায় 
বারংবার 
জড়িয়ে, তার ওই অদৃশ্য শৃঙ্খলের -
মাঝে, এক বিচিত্র বিহ্বলতার 
সাথে, ওঠে নিঃশ্বাসের 
লেখচিত্র, প্রাণ 
তখন 
বিরহী চাতকের নিশীথ ডাক সারা 
রাত জেগে রয়, দেহে মেখে 
চিতাভস্ম ! জোছনার 
ওই ছলনা ভরা 
খেলার 
মাঝে প্রেম যেন করে যেতে চায় - - 
অগ্নি স্নান, ওই অবগাহনের 
আছে নিজের এক বিরল 
সৌন্দর্য্য, এক এমন 
অনুভূতি 
যজ্ঞবৃতি না হলে সেটা বোঝা খুবই 
কঠিন !

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by Janet Whittle

রবিবার, ১৭ নভেম্বর, ২০১৩

শীতের সে কোন এক রাতে - -

শীতের সে কোন এক রাতে দেখেছি 
তোমায়, পল্লব বিহীন গাছের 
শাখা প্রশাখার প্রান্তে 
গুটিয়ে নিজের 
অন্তরে 
উচ্চাভিলাষ, চেয়ে আছো যেন সুদুর 
দিগন্ত পার, প্রথম সূর্য্য কিরণের 
বাসনা অথবা পরিপূর্ণ 
প্রস্ফুটনের এক 
অদম্য 
কামনা, স্থির পুরোদস্তুর নিজের - - -
জায়গায় নিশ্চল, সারা রাত 
ঝরেছে হিমের গুড়ো,
শীতের লহরে 
দেখি, তুমি 
অগোছালভাবে, ভেসে চলেছ একা - -
ওই উড়ন্ত, মিহি স্বপ্নের 
আকাশগঙ্গার 
পিছনে 
বহু দূর, অন্য কোনো এক উপগ্রহের 
সন্ধানে - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art -by-Anuj-Malhotra

শনিবার, ১৬ নভেম্বর, ২০১৩

অপ্রত্যাশিত সৃষ্টি - -

ওই গন্তব্য বিন্দুর পরে শুধুই শুন্য অন্তরিক্ষ 
বিদ্যমান ! ভাসন্ত সব কিছু, যেখানে 
পৌঁছিয়ে জীবনের সমস্ত 
বাসনা হারায় 
গুরুত্ব,
এক এমন পরিবেশের অনুভূতি করে দেহ -
ও প্রাণ, কি ভুলে যায় ত্রিকালের 
মায়াবী বন্ধন, তখন 
বিলুপ্তির পথে 
অহং -
ব্র্হ্মাস্মি ! সমস্ত কিছু স্পষ্ট,আলোকভেদ্য, না 
আসক্তির শৃঙ্খল, নাহি বৈরাগ্যের 
উদাসীনতা, মধ্যস্থিত
জাগরিত সেই 
মুহুর্তে 
আত্ম চেতনা, অন্তর্মনের কেন্দ্র হতে আবেগ-
নির্ঝরের উত্পত্তি, পৃথিবী তখন 
নব রূপে রূপান্তরিত, চেনা 
অচেনা মুখাকৃতির 
মাঝে অন্তর 
হ্রাসের 
পথে ! জীবনে আমূল পরিবর্তন, হৃদয়ের - - 
মাঝে ব্যাপকতার বৃদ্ধি, একরূপতার 
অপ্রত্যাশিত সৃষ্টি - - 

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by pat meyer

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৩

সম্ভবত !

স্ব নির্মিত বৃত্তের বাইরে যদি কোনো দিন 
বেরিয়ে আসো, খুঁজে পাবে হয় ত 
আমায়, ওই পরিধি বিন্দুর 
মাঝে একাকী 
দাঁড়িয়ে 
আছি নিয়ে হাতে, কিছু অর্ধ শুকনো পুষ্প 
তোড়া, কিছু অর্ধ সুপ্ত, স্বপ্নের ঘোর,
কএক ফোঁটা, শেষ প্রহরের 
নিথর নীহার কণা,
দশক পুরনো 
অপেক্ষা
নিয়ে বুকে, নীল নদের সন্নিহিত মরুভূমি, 
যেন হৃদয় চেয়ে রয় তোমার ওই 
তরঙ্গিত হাসি, নিজের 
স্ব রচিত ওই 
তোমার, 
স্বপ্নীল প্রাসাদের বাইরেও আছে এক জীবন্ত 
পৃথিবী, যদি সম্ভব কোনো দিন ওই 
সোনালী কাঠমোর বাইরে 
খুঁজো আমায়, আমি 
ভেসে রই ওই 
উড়ন্ত 
প্রতিফলনের মিহি ধুলোর মাঝে কোথাও 
সম্ভবত !

* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by robin berry

বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৩

নিজের উপরে নির্ভর - -

বিহানের কুয়াশা ছিল কিছু ক্ষণের, ওই 
টিনটিনে মেঘের দল থামাতে পারি 
নি সূর্যের পুরুষালী উষ্মা !
ক্রমশঃ বিষন্ন 
জীবনে 
অপ্রত্যাশিত রূপে তোমার অনুষঙ্গের -
নীরব আগমন, মৌসুমের ওই 
লুকোচুরির আছে বৈকি 
অনন্য কুহক !
অরণ্য 
পুষ্পের ছিল আপন বাধ্যবাধকতা, পথ 
চাওয়া কি সব সময় চলে, তাই 
মধুমাসের আগেই কন্টক 
শয়নে, নিজেকে 
উন্মুক্ত 
ভাবে প্রকাশিত করে যাওয়া, কেউ - - 
কারোর জন্য অপেক্ষা করে না,
অবশ্যই আয়না নিঃশব্দ 
লয়ে ডেকে যায়,
প্রায়শ !
নিজের উপরে নির্ভর, যে কি রূপে বিম্ব 
হবে পরিলক্ষিত - - 

* * 
- শান্তনু সান্যাল  


http://sanyalsplanet.blogspot.com/
Cheyenne, Wyoming, United States

বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

মধুরীম পৃথিবী - -

 আর ফিরে যেতে চাই না, ওই দহন জ্বালার 
মাঝে, নিয়ে চল আমায় বহু দূর
অন্য কোথায়, সর্পিল পথে -
যার দুই ধারে ফুটে 
আছে চির 
মুকুলিত, আলোময় রঙীন ফুলের বীথিকা !
আর ডেকো না আমায় হারানো 
বাঁকের, ওই উদাস মাইলের
বিবর্ণ পাথর, আমি 
আর জানতে 
চাই না,
কোথায় বিঁধে ছিল আঙ্গুলের ডগায় বুনো - -
কাঁটা, কোথায় ঝরে ছিল যে মধুমাসে 
হৃদয়ের পূর্ণ বিকশিত কৃষ্ণচুড়া, 
এখন আমার দৃষ্টির 
সীমানায়,
শুধুই 
ভাসে জীবন্ত স্বপ্নের কুঞ্জগলি আর মধুরীম 
পৃথিবী নব প্রত্যাশা - - 

* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
art by -aziz-mohammed

মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৩

অভিলাষের বিন্দু - -

লুকিয়ে রাখো নিজের মাঝে আবেগের 
নীল দহন, এখনো রাত অনেক 
বাকি, সবে অন্ধকার 
নিবিড়তার 
পথে !
এখনো বুকের মাঝে অস্থির ভাবনারা 
খুঁজে পাই নি সঠিক কিনারা,
সোঁদা মাটির গন্ধে আছে 
বিভ্রান্তির মধুর 
আভাস,
এখনো শ্রাবণী মেঘ খুবই হালকা - - -
উড়ে চলেছে দিশাহীন দিগন্তে,
হত ত শেষ প্রহরে, সে 
যাবে একান্ত 
ঝরে,
এখনো নয়নের তীরে জমে উঠে নি - -
অভিলাষের বিন্দু, এখনো 
আমাদের মাঝে আছে 
অদৃশ্য এক 
দূরত্ব,
এখনো তোমার স্পন্দনে ভেসে ওঠে -
নি আমার জন্য গভীর আসক্তি,
এই মুহুর্তে তোমার 
চোখে আছে 
শুধুই 
ভাসন্ত স্বপনের মায়া, এখনো তুমি -
জানো কোথায় প্রেমের 
পরিভাষা !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
artist Linda Renner

সোমবার, ১১ নভেম্বর, ২০১৩

চেতনার পথিক - -

প্রবঞ্চনা কি ধীরগতি বিষ, কি যে ছিল তার 
তথাকথিত প্রণয়ে, বলা কঠিন, তবুও
জানি না কোন সম্মোহনে 
কিছু ক্ষণের জন্য 
হারিয়ে 
ছিল এই মন, তার মৌন চাহনির মাঝে ছিল 
নিশ্চই, অদৃশ্য প্রাণঘাতী তীরের আবেগ,
নিঃশব্দে গেছে হৃদয় হতে অনেক 
গভীরে, ভাবনার শান্ত 
তরঙ্গ হঠাৎ
যেন -
কাল বৈশাখী ঝড়, করে গেছে উদ্ধ্বস্ত পথের 
সব কিছু, জীবন চেয়ে রইলো অবাক 
চোখে তার ওই ক্ষিপ্ত মায়াবী 
রূপ সে প্রেম কি স্পৃহা,
বোঝার আগেই 
সমস্ত কিছু 
স্বাহা !
যখন গেছে বিলুপ্তির পথে চেতনার পথিক !
অন্ধকার তখন ক্রমশঃ আরো 
রহস্যময়, নিজের ছায়া 
পর্যন্ত মনে হলো 
অপরিচিত, 
অদ্ভুত 
সে এক পরিবেশ, কোথায় যে উত্পত্তি আর 
কোন খানে শেষে, বুঝে উঠতে পারি 
নি এই জীবন - - 
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Forget Me Not by artist sailor
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLNGvveunTZ1cvV31pz1D3uL76ZhwOYSGAQO4sfiPxf66AfbZFrwmop6LPqwNbTxEvkwl_cfxsIU0P08_N2v6kdKoWvCRRD5D7Aeq9xR7_68odFO3ec1oPDjFlIuC3h5UMfa6RIydLU_s/s1600/Forget+Me+Not%2521.JPG

রবিবার, ১০ নভেম্বর, ২০১৩

পরাজিত পতঙ্গ - -

কৌতূহল তার অশেষ, বুকের ভেতর হতে 
সে যেতে চায় অন্তর্মনের গভীরে, 
যথেষ্ট নয় তার কাছে 
চোখের প্রণয় !
সে যেন 
প্রান্তবর্তী পিপাসা নিয়ে দেহ ও প্রাণে, ছুঁতে 
চায় আবেগী হৃদয়ের স্পন্দন, পূর্ণ 
নিবদ্ধের অভিলাষ তখন 
স্পষ্ট বোঝা যায় 
তার বিহ্বল 
আঁখির 
কোণে, এক নীলাভ আলোর প্রদীপ যেন -
জ্বলে ওঠে সন্ধ্যা নামার সাথে, তার 
রহস্যময়ী অধর তলে সহসা, 
যেন অসময়ের চাপানো 
অশনি সঙ্কেতের 
ঝিলিক !
জীবনে ঢেলে যায় স্বপ্নীল রঙের নির্ঝরিণী,
আমি তখন শুধুই এক পরাজিত শলভ 
খুঁজি নিজের ঝরে যাওয়া 
কাচিক ডানার 
অংশ !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
pastel-flowers art by hakon-soreide

শনিবার, ৯ নভেম্বর, ২০১৩

পারদর্শী স্বপ্ন - -

পারদর্শী হৃদয় চায় সুক্ষ্ম দৃষ্টি, গভীর ঠাহরের
অনুভূতি, দেহের অপর পারের পরশ,
যেখানে ভৌতিক সুখ অর্থহীন,
অন্তহীন প্রেমের সন্ধান,
এমন উপলব্ধি !
যে ভরে
দিতে পারে মরুপ্রান্তরে উর্বরতার প্রত্যাশা - -
এক এমন চোখের ছায়া, যে বুকের
দহনে জাগিয়ে যায় শাশ্বত
শীতলতা, জীবন
খুঁজে পেতে
চায় এক এমন উপগ্রহ, যেখানে মানুষের মূল্য
সবার উপরে, এক এমন মুক্ত সামাজিক
সংরচনা, যার সীমানায় দর্শনের
কোনো কাঁটার বেড়া নাই,
হৃদয়ের পলকা
ভাবনায়
যেখানে ভেসে রয় মানবিকতার সুরভি - - - -
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
transparent dream

শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৩

অতৃপ্ত অভিলাষা - -

যথারীতি তার অনুপ্রবেশ, না কোনো পূর্বাভাস,
না কড়া নাড়ার শব্দ, সে যেন অনাহূত  
বৃষ্টি, নির্বিচারে যায় ভিজিয়ে 
মনের দগ্ধ ভূমি, সময় 
অসময়ের বিচার 
সে মানে না,
অদৃশ্য 
ওই অনুভূতি রেখে যায় জানালার ধারে কিছু -
অরণ্য ফুলের বৃন্ত ! বলে যায় নিঃশব্দ
ভাষায় শুভ রাত্রি, আমি ও 
স্বাভাবিকভাবে তার 
ওই প্রেম কি 
অনুষঙ্গ,
বুকে জড়িয়ে, নিজের শয়ন কক্ষের দিকে যাই - 
এগিয়ে ! মধ্য রাতে দেখি সে ক্রমশঃ 
ভেসে আসছে চন্দন বনের 
গন্ধ মেখে সারা দেহ 
ও প্রাণে,আমার 
স্পন্দনে 
তখন অলৌকিক আবেগের সৃষ্টি, পুরোপুরি - -
আমার অস্তিত্ব সে মুহুর্তে, চেয়ে রয় 
তার চোখের অতৃপ্ত পিপাসা !
খুঁজে জীবন অবিরত
বিলুপ্ত শ্রাবণের 
ঠিকানা,
আর ক্রমে ক্রমে হয়ে উঠছে অনন্ত অগ্নিশিখা 
তার অতৃপ্ত অভিলাষা - -
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
Paintings by ANDY SMITH
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiUSbEBQB5L1j2Wm7DuIjnU0A90UeTBDz1eA8hym-2_ClA2on3QeiEpcdng2BlBc4i-_KrWCWjbb8_BBhizgUoIupegD8Kw6dYtU8sYkDvafMmIBWz7ap7nG-vODzOwwhCve5wrVb4FzoUH/s1600/4+12+012.JPG

বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩

অধরা হলেও ধরার ইচ্ছে - -

দীর্ঘস্থায়ী কিছুই নাই, জানা সত্তেও হৃদয় - 
প্রতি মুহুর্তে গড়ে যায় স্বপনের 
তাজমহল ! ভরে যায় 
ধুসর ভাবনায় 
রঙিন 
আকাশের ছায়া, লিখতে চায় কল্প লোকের 
গল্প কাহিনী, হয় ত তুমি বলবে 
যত সব নিরর্থক রচনা,
কল্পনায় কি জীবন 
চলে কিন্তু 
এখানে আমি প্রতিবাদী, স্বপ্ন বিহীন জীবন 
কিসের জীবন, চোখের আগে ভেসে 
রয় ওই ভাঙা শেওলা মাখা, 
প্রাচীরের গায়ে 
লতানো 
অনামা ফুলের বল্লরী, ভাঙ্গনের মাঝেও -
গড়ার অনুভূতি, পুনরাঙ্কুরণের 
তীব্র অভিলাষ, পুনরায় 
ভেসে ওঠার 
অদম্য 
উত্কন্ঠা, এখানেই জীবনের সার্থকতা - -
খুঁজে হৃদয়, রোদ ছায়ার মধ্যখানি 
এক সরু রেখা যেখানে 
লুকিয়ে রয় 
তোমার
আমার হারানো হাসির ঝিলিক, মন্দ কি 
যদি আমি স্ব্পনজিবি, অধরা হলেও 
ধরার ইচ্ছে বুকের মাঝে যে 
মরতে চায় না কোনো 
দিন, সেটা প্রেম 
কি স্বপ্ন !
যা চাও নাম দিতে পারো, শুধুই আশার 
কিরণ যেন না যায় মুছে - -  
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
art by nancy goldman 1

বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

সে এখনো নিঃশ্বাসে - -

গেছ ভিজিয়ে কোন ভাবনার শিশিরে -
বিগত রাতে, এখনো দেহের 
রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে 
নিশি পুষ্পের 
প্রমত্ত 
বুনো গন্ধ, এখনো চোখের আগে ভেসে 
চলেছে তোমার প্রেমের অপরূপ 
ভাসন্ত আকাশগঙ্গা ! বাহ্য 
জগৎ জানি না কেন 
লাগে নতুন 
নতুন, 
কোন ঐন্দ্রজালিক মন্ত্রে বেঁধে গেলে - -
দেহ ও প্রাণের পরিসীমা, চার 
দিকে অদৃশ্য সুরভিত  
বৃত্ত যেন ঘিরে 
চলেছে
জীবনের বিশৃঙ্খল মুহূর্তগুলো, এখনো 
অস্তিত্ব যেন চাঁদের দেশে !
* * 
- শান্তনু সান্যাল  

http://sanyalsplanet.blogspot.com/
dewy emotion

মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৩

বৈষম্য বিহীন আলোকের সাম্রাজ্য - -

যদি পারো নিজেকে করতে সর্ব বন্ধন মুক্ত,
তবে এসো, ভাবাবেশের অলৌকিক
দ্বার চিরদিনই খোলা, না
কোনো মানুষ
নির্মিত
সে বৃহৎ সিংহদ্বার কিংবা অবুঝ দর্শন - -
তর্কের কোনো বিভ্রান্তিকর বইর
উড়ন্ত পৃষ্ঠা ! সেই অদৃশ্য
প্রবেশপথে রয়েছে
শুধুই দুই
শব্দে
লেখা জীবনের উপসংহার, না কোনো মঠ,
না মহন্ত মঠাধীশ ! হৃদয় যেখানে
পরিযায়ী পাখি, প্রেম করে
উন্মুক্ত ভাবে আর
মৌসুমের
সাথে উড়ে যায় অন্য দিগন্তে, পৃথিবীর - -
বুকে রয়ে যায় কিছু এলোমেলো
নীড়ের স্মৃতি, দেউলের
উচ্চ শিখর কলশ,
আলোকিত
মিনার
অথবা তথাকথিত স্বর্গের উদ্ভাসিত জগৎ,
সব কিছুই পড়ে রয় আকাশ পথের
নীচে, প্রেমিক পাখি তখন
পরিপূর্ণ স্বাধীন !
সৃষ্টির
কোনো শৃঙ্খল আর তাকে বাঁধতে পারে - -
না, তার অন্তর্মনে তখন কল্পনার
বাহিরের পরমানন্দ, হৃদয়
তখন টলটলে এক
পারদর্শী
আয়না, প্রতিফলন ছড়িয়ে দিতে চায় মন,
বৈষম্য বিহীন আলোকের সাম্রাজ্য !
* *
- শান্তনু সান্যাল



সোমবার, ৪ নভেম্বর, ২০১৩

বিগত রাতে - -

সারা রাত ছিল এক এমন বিষন্নতার 
পরিমণ্ডল, অনেক ক্ষণ ছিলাম 
একাকী বসা, খোলা 
জানালার ধারে,
দেখি সেই 
ডুবন্ত তারার পথে তুমি এখনো আছ 
দাঁড়ায়ে, বুকে জড়িয়ে শেষ - 
রাতের ঝরিত 
শিউলির 
গন্ধ, 
অনেক ক্ষণ ধরে চেয়ে রইলাম ওই - 
দিগন্ত পারের সরু উজ্জ্বলিত 
রেখার নীচে, অস্পষ্ট
ভাষায় লেখা 
কবিতা,
হয় ত  ভুলবশত, তুমি নিবেদিত - - 
করেছ আমার জন্য ! অনেক 
ক্ষণ অপেক্ষা করেছি,
নিয়ে চোখের 
আয়নায় 
তোমার দ্বিধান্বিত প্রতিফলন, দেখি 
ক্রমশঃ ঢেকে যাচ্ছে রাস্তা -
পথ ঘাট, নদীর গায়ে 
অবশেষ সঘন 
কুয়াশার 
চাদর,
হয় ত নদী, কিনারা, ঝুলন্ত বটশাখা,
দেউলে বন্দী মাটির বিগ্রহ,
পাখির অমিমাংসিত 
কলরব, সব 
কিছু 
শেষ প্রহরে গেছে হয় ত স্বপ্নীল পথে,
প্রতারক রাত্রি যথারীতি 
ঘুমোতে দেই নি 
কোনো 
ভাবে আমায়, টেনে নিয়ে গেছে - - -
জানি না কোন মায়াবী 
মরীচিকার পথে !
* * 
- শান্তনু সান্যাল 

http://sanyalsplanet.blogspot.com/
creation gargovi art gallery

রবিবার, ৩ নভেম্বর, ২০১৩

কোনো অন্য দিনে - -

নিঃসন্দেহ, তোমার অভিলাষে আছে আকাশ 
পারের সৌন্দর্য্য, এক অদ্ভুত সম্মোহন, 
যেখানে মানুষ ত কেবল মানুষ !
এমনকি মহাজাগতিক 
আত্মা, নাগাদ 
যায় 
হারিয়ে আত্মজ্ঞান, কিন্তু কোথাও যেন - - -
তোমার চোখের গভীরতায় এখনো 
আছে অস্পষ্ট দৃষ্টি, এখনো 
রয়েছে  তোমার 
ভাবনায় 
কিছু 
মৃন্ময় শিল্পের ভিজা গন্ধ, তাই এই মুহুর্তে - -
ভালবাসার সিদ্ধান্ত ! আমার প্রতি 
সম্ভব নেই, কিছু আর ও 
ভরুক গন্ধ 
কোষ,
আরও ভিজুক হৃদয় পাপড়ির কুণ্ডলিত জগৎ, 
কিছু আরও ভরে উঠুক বুকের গভীরে 
শরৎকালীন পরাগ মাখা মুগ্ধতা,
পরিপূর্ণ জোছনায় ভিজে 
উঠুক তোমার 
মনের 
সুপ্ত স্বপনের রঙ্গীন মধুমাস, এখনো তোমার 
চোখে লেগে আছে কাঁচা ঘুমের স্পর্শ !
* * 
- শান্তনু সান্যাল 
http://sanyalsplanet.blogspot.com/
birds of paradise

শনিবার, ২ নভেম্বর, ২০১৩

নিবন্ত প্রদীপের দপদপানি - -

অন্তরতমের গভীর তলদেশ হতে, যে দিন ভেসে 
উঠবে অনন্ত প্রেমের প্রতিফলন, যার 
আলোকে হবে সমস্ত পৃথিবীর 
অন্ধকার শাপমুক্ত, সে 
দিনেই আসল 
দীপাবলী,
ওই সমস্ত তথাকথিত পবিত্র আধারের ভিত্তির 
উপরে, এখনো লেগে আছে নিষ্পাপ 
মানুষের অদৃশ্য রক্তের দাগ, 
কত নিরীহ আর্তনাদ 
মৌন ভাবে 
আছে কবরময়, বাহ্য জগতে যতই সাজাও না 
আলোর শৃঙ্খলা, মনের ভিতরের তমস 
হবে না এত সহজে আলোকময়,
মুখোশ ও নৈসর্গিক 
মুখের মাঝের 
শুন্যতা 
চিরদিনই চায় মোক্ষ প্রাপ্তি, সিংহদ্বারে প্রদীপ 
জ্বালাবার আগে, যদি সম্ভব দেখে যেও, 
ওই শহর প্রান্তে এখনো অনেক 
দোরগোড়ায়, দাঁড়িয়ে 
আছে নিষ্প্রভ 
শিশুরা 
নিয়ে বুকে নিবন্ত প্রদীপের দপদপানি, এক - - 
অনিশ্চত ভবিষ্যৎ - - 
* * 
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.com/
mirror art

শুক্রবার, ১ নভেম্বর, ২০১৩

আলোর প্রান্তরেখা - -

ছারখার পুরাতন ঐতিহ্য, বর্ণশুন্য প্রাচীর -
জীর্ণ - শীর্ণ রাজপথ, তাদের মাঝে
কোথায় যেন, নিঃশ্বাস ফেলে
যায় এক ফালি সন্ধ্যার
আলো, সেই
ভাঙন
ভরা সেঁতসেঁতে গলির কোণে, দাঁড়িয়ে রয় -
সে এক মানুষ কি প্রতিচ্ছায়া ! বুকে
জড়িয়ে প্রেমের প্রতিশ্রুতি,
যদিও সময়ের স্রোতে
বহে গেছে রং
রূপ -
অনেক কিছু, বদলায় নি তার অনিবার পথ
চাওয়া, তার বুকের গভীরে আজ ও
বেঁচে আছে, চিরায়ত প্রণয়ী
তরঙ্গ, ভরে যেতে
চায় অবিরাম
ভাবে,
তৃষিত নয়নে, সজল স্বপনের আর্দ্রতা, কিছু
জোনাকির আলোর প্রান্তরেখা - -
* *
- শান্তনু সান্যাল

http://sanyalsplanet.blogspot.com/
bougainvillea emotion