বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০১৫

চেনা চেনা মুখ - -

তাদের ওই চোখ ঝলসানো আসরে ছিল
সব কিছুই, রূপ, রং, নেশা, আর
মুখোশ পরিহিত ন্যাকান্যাকা
চেহারা, যেন কাঁচা
তৈলরঙ্গী ছবির
পুতুল খেলা।
হয় তো আমি আছি ব্যতিক্রমী মানুষ -
তাই তাদের আসরে ছিলাম খুবই
একাকী, অবশ্যই, আমার
আশেপাশের মানুষ
ছিল খুবই
পরিচিত, ওই যাকে বলে চেনা চেনা মুখ
ঠিক পরবর্তী দরজার কেউ এক,
তবুও জানি না কেন পরিবেশে
ছিল, ভাসন্ত অভিনয়ের
অনুভূতি।আসলে
জুয়ারে গা
ভাসানোটা আছে এক অদ্ভুত শিল্প, যারা
জানে না তারা রয়ে যায় মধ্যপ্রবাহে
একাকী, কিন্তু তারা ডুবে না
নিজেই শিখে যায় এক
দিন কুশল
সন্তরণ।

* *
- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.in/

শনিবার, ১১ জুলাই, ২০১৫

উতলা মন - -

কোন বাউণ্ডুলে, বুনো গন্ধের পিছনে
ধেয়ে যায় উতলা মন, যদিও
নাগালের মাঝে রয়েছে
অঝর শ্রাবণ।
জানি না
কেন সে বারেবারে করে যায় উধ্বস্ত,
হৃদয়ের স্ফুরিত জগৎ, যদিও
বুকের মাঝে জ্বলে অদৃশ্য
প্রদীপ শাশ্বত।কিসের
সন্ধানে জীবনটা
হতে চায়
অহর্নিশ বেদুইন, ঘুরে বেড়ায় মরু -
প্রান্তর হতে সমুদ্রতীর অন্তহীন।
কোন অলৌকিক আভার
আড়ালে দাঁড়িয়ে
রয় সটান
তার অপ্রতিম ভালবাসা, সমস্ত কিছু
হারাবার পরেও, সে যেন হয়ে
ওঠে ঝিনুকের বুকের
উদ্ভাসিত বিলুপ্ত
অভিলাষা।

* *
- শান্তনু সান্যাল 


http://sanyalsplanet.blogspot.in/
martha kisling art