বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
শনিবার, ২৯ আগস্ট, ২০১৫
মঙ্গলবার, ৪ আগস্ট, ২০১৫
শব্দহীন মরুভূমির বুকে - -
অবশিষ্ট পথে আমি ছিলাম যথারীতি
একাকী, অবশ্যই কিছু দূর এগিয়ে
গেছে রাতজাগা চাঁদের আলো,
আর ঝরা নিশিপুষ্পের
অল্প কিছু গন্ধের
অদৃশ্য কণা।
আমি জানি, তুমি চেয়েও ভাঙতে - -
পারো নি পলকা রেশমের খোল,
আসলে, জীবনের অনেক
বৃষ্টিছায়া - প্রদেশ
রয়ে যায়
অনাবিষ্কৃত, শব্দহীন মরুভূমির বুকে
চিরতরে প্রোথিত, আর অশেষ
নীরবতার মাঝে ক্রমশঃ
এক দিন হারিয়ে
যায় তার
সজল চোখের ইতিহাস।পথে পড়ে -
রয় কিছু শুকনো ফণীমনসার
ফুল ও একরাশ কাঁটার
লতা আর অবশ্যই
এক ফোঁটা
মৃগজল।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
একাকী, অবশ্যই কিছু দূর এগিয়ে
গেছে রাতজাগা চাঁদের আলো,
আর ঝরা নিশিপুষ্পের
অল্প কিছু গন্ধের
অদৃশ্য কণা।
আমি জানি, তুমি চেয়েও ভাঙতে - -
পারো নি পলকা রেশমের খোল,
আসলে, জীবনের অনেক
বৃষ্টিছায়া - প্রদেশ
রয়ে যায়
অনাবিষ্কৃত, শব্দহীন মরুভূমির বুকে
চিরতরে প্রোথিত, আর অশেষ
নীরবতার মাঝে ক্রমশঃ
এক দিন হারিয়ে
যায় তার
সজল চোখের ইতিহাস।পথে পড়ে -
রয় কিছু শুকনো ফণীমনসার
ফুল ও একরাশ কাঁটার
লতা আর অবশ্যই
এক ফোঁটা
মৃগজল।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)