ফিরে গেছে অভিহত রাত্রি, যথারীতি আলোর
আঁশ নামিয়ে রাজপথে। নীরবতা ভেঙে
আবার শহর জেগে উঠছে, যেন
সিক্ত কাপড়ে, ঘাটের সিঁড়ি
বেয়ে উঠছে অজানা
কোনো এক
রমণী।
আবার, সব কিছু নিয়মমাফিক, নতুন দিনের
সূচনা, দেহের গন্ধ এখন আনকোরা,
তুলসী বা চন্দনের অনুভূতি।
সকাল যেন এক মহৎ
নদী, দুটি হাত
বাড়িয়ে
মুছে যায় সমস্ত মলিনতা, এখন যে যার মতন
মুক্তপথের যাত্রী, খুলে চলেছে মুখোশ হতে
শিকলের গিঁট, ওই থুত্থুড়ে পুরোহিত
হতে অসময়ের কচি বৈষ্ণবী,
সবাই যেন কাঁচা আলোয়
এখন নিখাদ সোনা।
ভালোবাসা নাকি
মেহেদির
টাটকা পাতা, না পিষলে রং ছড়ায় না কোনো
ভাবে, কিছু গোপনীয় কাহিনী নিত্যদিনের
মতোই থাক আঁধারের মলাটে, কিছু
উজ্জ্বল কিছু নিবিড় ঘোলাটে।
* *
- শান্তনু সান্যাল
আঁশ নামিয়ে রাজপথে। নীরবতা ভেঙে
আবার শহর জেগে উঠছে, যেন
সিক্ত কাপড়ে, ঘাটের সিঁড়ি
বেয়ে উঠছে অজানা
কোনো এক
রমণী।
আবার, সব কিছু নিয়মমাফিক, নতুন দিনের
সূচনা, দেহের গন্ধ এখন আনকোরা,
তুলসী বা চন্দনের অনুভূতি।
সকাল যেন এক মহৎ
নদী, দুটি হাত
বাড়িয়ে
মুছে যায় সমস্ত মলিনতা, এখন যে যার মতন
মুক্তপথের যাত্রী, খুলে চলেছে মুখোশ হতে
শিকলের গিঁট, ওই থুত্থুড়ে পুরোহিত
হতে অসময়ের কচি বৈষ্ণবী,
সবাই যেন কাঁচা আলোয়
এখন নিখাদ সোনা।
ভালোবাসা নাকি
মেহেদির
টাটকা পাতা, না পিষলে রং ছড়ায় না কোনো
ভাবে, কিছু গোপনীয় কাহিনী নিত্যদিনের
মতোই থাক আঁধারের মলাটে, কিছু
উজ্জ্বল কিছু নিবিড় ঘোলাটে।
* *
- শান্তনু সান্যাল