সব কিছুই ফুরিয়ে যায় একদিন, ফুরিয়ে
যাওয়াটা স্বাভাবিক, কিছু স্মৃতির
মোম ছড়িয়ে থাকে টেবিলের
গায়ে, ক্রমশঃ সকাল
আত্মসাৎ করে
অন্ধকারের
সমস্ত
ভাসন্ত আবর্জনা।হটাৎ জীবন তখন হয় -
ওঠে জীবন্ত নদী, ধরে রাখতে চায়
দুই পারের ফলন্ত ভূমি, আর
বুকের দ্বার খুলে, করে
প্রবল বৃষ্টির -
আবাহন !
বৃষ্টি
আসে নিজের ইচ্ছায়, কখনো না ছুঁয়েই
উড়ে যায় সুদূর প্রান্তরে, আবার
কখনো ভাঙিয়ে যায় সব
কিছু বাড়ি - ঘর হতে
চাষ - বাস, আর
একদিন হটাৎ
উধাও !
ঠিক যেন কোনো এক প্রিয় জন, ভুলে
যায় পরিচিত ঠিকানা।ফুরিয়ে
যাওয়াটা স্বাভাবিক, বুকে
টেনে রাখাটা সত্যি
খুবই কঠিন,
তাই
বাস্তবিকতাকে অঙ্গীকার করাই জীবন।
* *
- শান্তনু সান্যাল
যাওয়াটা স্বাভাবিক, কিছু স্মৃতির
মোম ছড়িয়ে থাকে টেবিলের
গায়ে, ক্রমশঃ সকাল
আত্মসাৎ করে
অন্ধকারের
সমস্ত
ভাসন্ত আবর্জনা।হটাৎ জীবন তখন হয় -
ওঠে জীবন্ত নদী, ধরে রাখতে চায়
দুই পারের ফলন্ত ভূমি, আর
বুকের দ্বার খুলে, করে
প্রবল বৃষ্টির -
আবাহন !
বৃষ্টি
আসে নিজের ইচ্ছায়, কখনো না ছুঁয়েই
উড়ে যায় সুদূর প্রান্তরে, আবার
কখনো ভাঙিয়ে যায় সব
কিছু বাড়ি - ঘর হতে
চাষ - বাস, আর
একদিন হটাৎ
উধাও !
ঠিক যেন কোনো এক প্রিয় জন, ভুলে
যায় পরিচিত ঠিকানা।ফুরিয়ে
যাওয়াটা স্বাভাবিক, বুকে
টেনে রাখাটা সত্যি
খুবই কঠিন,
তাই
বাস্তবিকতাকে অঙ্গীকার করাই জীবন।
* *
- শান্তনু সান্যাল