যে যার মতন দেখেছে, নরম রোদের সন্ধ্যার
সাথে নেমে আসা, পাহাড়ের গায়ে কী
লেখা থাকে ঠুনকো প্রেমের
কবিতা, হয়ত তুমিও
দেখেছো আমার
চোখের
গভীরে কিছু স্বপ্ন কিংবা অশ্রু পারের নীরবতা।
সবাই দেখে নিজের মতন, বিদূষকের
কান্না আর অঝর শ্রাবণের ধারা
কোথায় যেন মিলেমিশে
ধুয়ে যায় নায়কের
বাস্তবিকতা।
ওই মোড়ে
যেখানে নিয়তির নাগরদোলা খেলে যায় পাতা
ঝরার খেলা, শহর সীমান্তে যথারীতি
আমি দাঁড়িয়ে রই বুকে বেঁধে,
মেলা শেষের নিস্তব্ধতা।
আঁধার - আলোর
ওই চিরন্তন
যুদ্ধে,
আমি বাণ শয়নে শুধুই খুঁজি তোমার হাতের - -
অনন্ত ঘুমের স্পর্শ, হারিয়ে যাওয়ার
অফুরন্ত মুগ্ধতা।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/
সাথে নেমে আসা, পাহাড়ের গায়ে কী
লেখা থাকে ঠুনকো প্রেমের
কবিতা, হয়ত তুমিও
দেখেছো আমার
চোখের
গভীরে কিছু স্বপ্ন কিংবা অশ্রু পারের নীরবতা।
সবাই দেখে নিজের মতন, বিদূষকের
কান্না আর অঝর শ্রাবণের ধারা
কোথায় যেন মিলেমিশে
ধুয়ে যায় নায়কের
বাস্তবিকতা।
ওই মোড়ে
যেখানে নিয়তির নাগরদোলা খেলে যায় পাতা
ঝরার খেলা, শহর সীমান্তে যথারীতি
আমি দাঁড়িয়ে রই বুকে বেঁধে,
মেলা শেষের নিস্তব্ধতা।
আঁধার - আলোর
ওই চিরন্তন
যুদ্ধে,
আমি বাণ শয়নে শুধুই খুঁজি তোমার হাতের - -
অনন্ত ঘুমের স্পর্শ, হারিয়ে যাওয়ার
অফুরন্ত মুগ্ধতা।
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.in/