আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের উপলক্ষে সবাই কে অসংখ্য শুভকামনা - - কিন্তু চিন্তার বিষয় হলে যে কত আমরা নিজের ভাষা কে ভালোবাসী, শুধুই শ্লোগান এবং মিছিলের দ্বারা ভাষার অস্তিত্ব বাঁচানো কী যায়, আসলে বাংলাদেশটাই বাংলা ভাষার উন্নতির জন্য প্রশংসার পাত্র, আমি বহুভাষী প্রবাসী বাঙালী কিন্তু হিন্দী পাঠকরা আমার লেখনের মূল্য বোঝে, এই দেশের বাঙালী ইংলিশে কথা বলতে গর্ব বোধ করে, ভোটের জন্য উর্দু এবং হিন্দীর জয় গান করে, ইদানিং যত সব ভ্রষ্ট দলের পুরোধারা হিন্দীতে ভাষণ দিতে মরিয়া, ভুল ভাল বলে পরিহাসের পাত্র হয় ওঠে। আবার নিজের দেশের নাগরিক কে বহিরাগত বলে বেড়ায়, যত সব যাত্রা দলের বিলুপ্ত শিল্পী, মঞ্চ পেলেই হল, যা মুখে আসবে বমন করে যাবে, বাংলা ছবিতে হিন্দী গানের রমরমা, উর্দু হিন্দি মিলিয়ে এমন বাংলা গানের রচনা করবে যা দেখে কবিগুরুর চোখের অশ্রু থামে না, আর নেতাগুলো ভুলভাল সরস্বতীর মন্ত্র পায়চারী করে গাইবে যত সব জোকারের দল, সম্প্রতি সার্কাসে খেলা দেখতে যাওয়ার দরকার নেই রাস্তা ঘাটে উলঙ্গ ভাষায় খেলা এবং খেলা হবে গান চলছে, ৭০ বছরে গোটা বাংলাকে উজাড় করে এখনো এদের খেলা শেষ হয় নি, বাংলা সিরিয়াল গুলোতে মা পিসি আত্মীয় স্বজন সব যেন মন্থরা কৈকয়ীর গুষ্টি। সাজ গোজে এমন বাঙালিয়ানা যে সত্যজিৎ রায়ের সিনেমারা তা দেখে অজ্ঞান হয়ে যাবে,আবার মাঝে মাঝে হিন্দী গানের ফোড়ণ না দিলে চলে না, আবার মঞ্চে এসে যত সব চাটুকার শিল্পীরা বাংলা সংস্কৃতির দোহাই দেয়। যা উজ্বল বাংলা ভাষা ও সংস্কৃতি সেটা অনুমান করা যায়, দুঃখ হয় যে এই নোংরা রাজনীতির জন্য বাঙালিদের যা দুর্দশা জানি না আমারা কখন যে মানুষ হবো - -
বাংলা লিখুন, বাংলা পড়ুন, বাংলা বলুন বাইরে আর অন্দর মহলে, তাহলেই বাংলা ভাষা বাঁচবে পশ্চিম বাংলায় - - নিজের ভাষায় গর্ব বোধ করতে শিখুন - - নমন সহ।