বুধবার, ৫ মে, ২০২১

পৈচাশিক পুরোধা - -

এ কেমন রক্ত অভিষেকের খেলা, কোন 

বর্বর দেবীর জন্য নিরীহ মানুষের

অবিরত খুনের 

মেলা, এরা 

কোন

দেশের অধিবাসী নিজের সত্তার জন্যে 

নিজের লোকের করে

যায় হত্যা,

ধিক্কার

করি

এমন রক্ত পিপাসু সমাজ যে

গণতন্ত্রের দোহাই দিয়ে

গরিব মানুষের সঙ্গে

করে প্রতিহিংসা,

দুঃখিত যে

আমার

পূর্ব

পুরুষরা প্রাণ হারিয়ে ছিল এক দিন এই 

বঙ্গ ভূমির জন্য, মনে রেখো

আসন্ন প্রজন্ম

কোনো

দিনই

করবে না তোমায় ক্ষমা, ওই

গঙ্গার ধারে এক দিন

তুমি পুড়বে পরিচয়

হীন, ইতিহাসে

তুমি হবে

ঘৃণিত

এক

পৈচাশিক পুরোধা - -


* *

- - শান্তনু সান্যাল