বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
অন্তহীন সোপানে - -
তার কামনার ওই অন্তহীন সোপানে,
জানি না কোন ধাপে আছে
পরিতৃপ্তির চূড়ান্ত
বিন্দু, তার
গভীর
চাহনির মাঝে আমি খুঁজে বেড়াই - -
জীবনের উচ্ছ্বাস, সব কিছুর
আয়ু, নিয়তির হাতে
রয়েছে বাঁধা,
তবুও
মন বারংবার উড়ে যেতে চায় রঙীন
প্রজাপতির সাথে সুদুর অজানা
রামধনুর দেশে, জানা
সত্তেও যে পাতা
ঝরার
মৌসুম আছে সমীপবর্তী, তবুও এই -
জীবন ধরে রাখতে চায়
অদৃশ্য সুরভির
অনুভূতি,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
humming_bird_window
জানি না কোন ধাপে আছে
পরিতৃপ্তির চূড়ান্ত
বিন্দু, তার
গভীর
চাহনির মাঝে আমি খুঁজে বেড়াই - -
জীবনের উচ্ছ্বাস, সব কিছুর
আয়ু, নিয়তির হাতে
রয়েছে বাঁধা,
তবুও
মন বারংবার উড়ে যেতে চায় রঙীন
প্রজাপতির সাথে সুদুর অজানা
রামধনুর দেশে, জানা
সত্তেও যে পাতা
ঝরার
মৌসুম আছে সমীপবর্তী, তবুও এই -
জীবন ধরে রাখতে চায়
অদৃশ্য সুরভির
অনুভূতি,
* *
- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
humming_bird_window
শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
ভাঙা চশমার ওপারে - -
বহু খণ্ডিত চশমার কাচের ওপারে
বিন্দু বিন্দু স্বপ্নরা যায় মরে
তবুও জীবনের বৃক্ষ
যায় না শুকায়ে,
বহু অভিযোগ
অপমান,
অবহেলার দংশ নিয়ে বুকে মানুষকে
বাঁচতে হয়, অনেক কিছুই মনের
বিরুদ্ধে করে যেতে হয়,
আসলে বিকল্প,
উপায় বলতে
নিজের
হাতে
কিছুই থাকে না, বহুবার একই কাপড়ে
রিফুর পুনরাবৃত্তি,খুবই সহজে
পালিয়ে যাওয়া যায়,
পলায়নের পরে
আবার ফিরে
আসার
পথ
খুঁজে থাকি আমরা, সবাই'ত আর গেরুয়া রঙ্গে ডুব দিতে পারে না,
দুঃখ সুখের ছাই রঙ মেখে
কবিরদাস আবার তাঁতির
রূপে বসে থাকে
নব সৃজনের
মোহে।
- - শান্তনু সান্যাল
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)