রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

নিজের পরিভাষায়

নিজের পরিভাষায় মানুষের মন
বিজয় করা সব সময় সম্ভব নয়,
স্বপ্ন দেখা আর স্বপ্ন দেখানো
দুইটি বিভেদ রয়েছে, চাণক্য সর্বদা
উচ্চ শিখরে থাকবে কোন জরুরি নয়,
যা সামনে রয়েছে সেটাই বাস্তবিক
বিতর্কিত দর্শন নিয়তি বদলায় না,
মিছিলের পরিনিতি নীরবতা, যাদের হাতে
কুচক্র ছিল, তারা আজ কুরুক্ষেত্রে
ধরাশায়ী, শঙ্খনাদ ও আর্তনাদ
সামান্য অন্তর, মেঘের গর্জনে
বৃষ্টির আগমন কোনো জরুরি নয়,
অশ্বত্থামার অন্ত রাজনীতির পরাকাষ্ঠা,
যারা আজ পদতলে খুঁজে ঠিকানা
কাল সিংহাসনে উঠতে পারবে না,
এমন কোন অনুবন্ধ নাই, যুগ তোমার
আমার মতান্তরের বাইরে,
আর্তনাদ উঠলে নভ, জল, স্থল
সব চুরমার হবে এক দিন
যারা মহাসম্মেলনের পুরোধা
সর্ব প্রথম হবে মৃত্যুমুখী -
সম্প্রতি যুগের মৌন ভীষ্ম পিতামহ ও
অন্ধ রাজনীতির অন্ত, অবশ্য নিকটতম।
— শান্তনু সান্যাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন