নিখোঁজ নিজেই ছিলেম, খুঁজে পেলাম তোমায়
এখানে শিরীষ ঝরে নিশব্দে,কে যেন গান গেয়ে
যায় রাত্রিশেষে, আঁখিতে ভালবাসার রঙ্গ ঝরে ,
অবশ্যই জানালার পারে তুমি প্রায় দাড়িয়ে রও
ইঙ্গিতে জানিয়ে দিতে চাও জ্বলন্ত সীমারেখা,
আমি সহজে তোমার বর্চস্ব মানতে চাই না /
-- shantanu sanyal
/
বাংলা আধুনিক কাব্য গুচ্ছ / BENGALI MODERN POETRY - শান্তনু সান্যাল / SHANTANU SANYAL © It's subject to copyright.
সোমবার, ২৫ অক্টোবর, ২০১০
বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০১০
পুনরায় বলিদান
তুমি দিয়ে ছিলে অভয়দান, আমি চেয়ে ছিনু ভয়ে
শুধুই আশ্রয়, মাত্র এক ভয়াবহ নিশিথের প্রতিদান /
জেনে ও যে, আমি এক শত্রু দেশের পলাতক সৈনিক
রুধির ঝরিত বাহুতে,তুমি বেঁধে ছিলে প্রেমাঞ্চল
করুণাধারায় পরিতৃপ্ত হল, মম আহত দেহ প্রাণ /
বুদ্ধবিহারে উঠে ছিল,অভিযোগ সমবেত কন্ঠে
সংঘ প্রমুখ দিয়ে ছিল, তোমায় মৃত্যু উপহার
দুই প্রাঞ্জল নেত্রে, ছিল মুক্তি, করেছি মুক্তিস্নান /
নিশান্তে, সমস্ত ভিক্ষু জড়িত ছিল চৈত্য প্রাঙ্গনে
লাঞ্ছিত, অপমানিত, তেজস্বিনী মুখে ছিল হাসি,
হাতে বিষ পাত্র, নিয়ে বললে এটা নব অবসান /
হে! তথাগত, মানব প্রেমে নিও পুনরায় বলিদান //
-- শান্তনু সান্যাল
বুধবার, ৬ অক্টোবর, ২০১০
পাষাণী স্রোত
দিও না পুনরায় আভাস, দক্ষিনা বাতাস মম সুপ্তান্তরে /
হারানো সুর খুঁজে স্বরলিপি, আহত সর্ব প্রেমানুভূতি,
দু দিগে বহে নীল জলধারা, মৌন বেদনা মধ্যান্তরে /
জীবনের প্রতিচ্ছবি অঙ্কিত ছিল বহু খন্ডিত প্রাচীরে,
খসে পড়েছে প্রস্তর রঙহীন, বিলুপ্ত ভিত্তি ও কালান্তরে /
প্রাচীন একাকী দেউল রয়েছে কী এখন অরণ্যের মাঝে,
শুনেছি অতৃপ্ত পাষাণী স্রোত, বহে যায় তাহার সমানান্তরে /
পলাশময় ছিল মনের বাতায়ন, বন্য কুসুমিত ভালবাসা ,
ভুলে গেছি রহস্যময় সে বন পথ, ক্রমশ সময়ান্তরে //
-- শান্তনু সান্যাল
সোমবার, ৪ অক্টোবর, ২০১০
শশিবিম্ব
ধুম্র উঠে ছিল বহু কাল আগে, আজ ও কেন সজল আঁখি /
ভুলিতে গিয়ে জড়িয়ে এলে, যেন বন বল্লরী কেতকী অঙ্গে
অবাক চেয়ে রয় শশিবিম্ব, কি ভাবে হৃদ কম্পন ঢাখি /
মেঘবিহীন আকাশ, বিস্তৃত নীলাঞ্চল যেন মহা জলধি
মনের পৃথিবী উধ্বস্ত, দিবা নিশি বয়ে যায় কালবৈশাখী //
-- শান্তনু সান্যাল
শনিবার, ২ অক্টোবর, ২০১০
মোহভঙ্গ,
ফিরে যাওয়া সমস্ত উচ্চ নিম্ন ঢেউর গায়ে
লেখা ছিল প্রেমের ইতিকথা তীরের পৃষ্ঠে ,
এখনো রয়েছে চাবুকের দাগ, দিয়ে গেছ -
পরিপূর্ণ দংশ সুন্দর ভাবে নিরন্তর ছোবলে,
তটের সীমাবর্তী, অনাম চারা গজিয়ে উঠেছে
হয় তো পুষ্প ও ফুটবে একদিন, ভ্রুণ গুলো
হয়েছে স্বপ্ন, তোমার গর্ভের বাইরে ও নিশ্বাস
নিতে পারে তারা, তুমি নিশ্চই তা জানো,
পুনঃ সমর্পনের জন্য তোমার আসতে ই হবে
পুর্ণিমা নিশা আর মোহভঙ্গ, প্রতিদংশ অবশেষে
ফিরে যেতে পারবে কি মাঝ দরিয়ায় ?
-- শান্তনু সান্যাল
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)