ধুম্র উঠে ছিল বহু কাল আগে, আজ ও কেন সজল আঁখি /
ভুলিতে গিয়ে জড়িয়ে এলে, যেন বন বল্লরী কেতকী অঙ্গে
অবাক চেয়ে রয় শশিবিম্ব, কি ভাবে হৃদ কম্পন ঢাখি /
মেঘবিহীন আকাশ, বিস্তৃত নীলাঞ্চল যেন মহা জলধি
মনের পৃথিবী উধ্বস্ত, দিবা নিশি বয়ে যায় কালবৈশাখী //
-- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন