অদ্ভুত নীলাভ ওই দৃষ্টি
শুন্য নিয়ে উঠে আসে অন্তরীক্ষে
জীবনের অবুঝ প্রহর
গতিমান, চিরস্থায়ী, চিরন্তন
প্রশ্নের আলো ছায়ার মাঝে
নিয়তির ধুম্র বলয় নিমিষে নিজের
খেলা নিঃশব্দে দেখিয়ে যায়
শুধু রয়ে যায় এক শ্বেত দীর্ঘ রেখা
উর্ধমুখী বিলীনতার দিগে
আকাশ অবাক যেন বুঝতে চায়
মিসরের অজ্ঞাত চিত্র লিপি
কিংবা ভাগ্য লিখন গভীর ভাবে
এখানে জীবনের উদ্গম এখানেই
মৃত্যুর মহাপ্রস্থান ও শেষে
অহম অনন্ত স্বপ্ন পশ্যামি -
--- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন