প্রাচির গগনে, দেখি ত্বম অপরূপ দিব্য প্রেমের মায়া,
মন্থর গতি লয়ে বহে যায়, দুই নদীর সুপ্তময় কিনারা
বহু দূর ক্ষিতিজে মিশে একাকার,স্নিগ্ধ দুটি মূর্ত ছায়া ,
মালবিকা বনে চন্দ্রিমা ঢেলে যায় অবিরল প্রণয় সুধা,
অনন্ত কালে পরিণিত মুক্ত ছন্দ, আজ যেন একান্ত কায়া,
অজ্ঞাত বৃক্ষে রয়েছে,স্বপ্নময়ী কৃষ্ণচুড়ার অগনিত কুড়ি
মধুমাস পলাশের সন্ধানে, আজি বেয়ে যায় জীবন খেয়া,
সুদূরে জোনাকিদের দ্বীপে, বাউলের লেগেছে মস্ত মেলা,
একতারায় মহামিলনের গান, হৃদয়ের শুধু নেয়া দেয়া,
প্রাচির গগনে, দেখি ত্বম অপরূপ দিব্য প্রেমের মায়া //
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন