দড়িতে ঝুলানো স্বপ্ন গুলো
তোমার অভিনব কবিতা
খবরের কাগজ ভেবেছে সবাই,
আধ ভাঙা কাঠের চেয়ারে আমি বসে
থাকি বারান্দার এক শেষে,
বিগত সাঁঝের তোমার গায়ের সেই
পরিচিত, অনুরাগী ঘামের গন্ধ
জড়িয়ে, পড়ে যাই তোমার নয়নের
নিরব সাঙ্কেতিক লিপির অর্থ,
কে যেন শুধিয়ে যায় শাল গায়ে দিতে,
সেই ডাহুক ডাকে তোমার নির্বাক
মুখাকৃতি আস্তে আস্তে মনিপ্লান্টের
লিক লিক লতায়ে যেন সবুজ আভা
ভরে যায়, আর যেন শীতের আভাস
কেটে যায়, ব্রিটিশ যুগের বারান্দার
রেলিঙে হাত রেখে,আমি চেয়ে দেখি
আকাশে, তোমার কবিতার শব্দ গুলো
ঝরে যায় উত্তর কলকাতায়, সোনালী
কৃষ্ণচুড়ার সেই বর্ষণে তুমি আছ যেন
আমার হাত ধরে, আর বারে বারে
বলে চলেছ একই কথা যে তুমি
শুধুই একমাত্র আমায় ভালোবাসো,
এই ভাবে কত ক্ষণ যে দাড়িয়ে আছি
আমি নিজেই জানি না, পার্শ্বের
ডাকাডাকির মাঝে আমি দড়িতে
ঝুলানো স্বপ্নগুলো নামিয়ে বলি -
যাই মা --
--- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন