ভালবাসায় কোনো চুক্তি ছিল না
বাধ্যতার প্রশ্ন উঠে নি
পলকা পানপাত্রে হাত দিতে গিয়ে
যদি স্বপ্ন ভেঙে যায় সহসা
হাতলের বা দোষ কি -
নিখুঁত ভাবে, সূর্য্য অস্তাচল লিখে
গেছে আকাশে, কাঁচের আবরণে
হাত দিও যেন সাবধানে,
লুপ্ত ফাটলে ছিল হয় তো কিছু
রহস্যময়ী নিঃশ্বাস, মৌন কাহিনী !
ঠুনকের শব্দে ছিল চাপা ক্রন্দন,
চোখের ওই নদীর তীরে
এখনো দেখি গ্রীষ্মের গুটিয়ে যাওয়া
ভীরু জলরাশি, বহে কি স্থির
বলা বড়ই মুশকিল,কিন্তু
ওই ঝিনুকি চোখে হারায় নি এখনো
মুক্ত মনি, হয় তো তৃতীয় নেত্রের
কপাট খুলে গেছে মৌসুমের
মধ্য রাতির তন্দ্রা,
সকালের পথচারী গেছে ফিরে
পার্কের ফাঁকা বেঞ্চে শালিকের
বিচলিত চাওয়া, কৃষ্ণ চূড়া ঝরে
চলেছে এক এক,বাতাসে এখনো আছে
কিছু অদৃশ্য মধু কম্পন,
দুপরের অলস বেলায় মন কি খুলে
চলেছে বহু শৃঙ্খল গিঁট,
কিংবা আটকানো নজরের মরিচিকা,
ফেলে চলেছে হৃদয় মিহি বোনা
ভালবাসার জাল, বলা মুশকিল
ঠিকই ত সাঁঝ লিখে যায় নি ik
একাধিকারের চুক্তি ----
--- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন