বৃহস্পতিবার, ৩০ জুন, ২০১১


দেহের চন্দন 
তার প্রণয়ের ব্যুৎপত্তি ছিল লোকোত্তর
গভীর, আবেগের আগ্রহে গেছে হয়ে ধীর 
জলধির তরঙ ও পূর্ণ শশির সেই মৌন 
আলাপন, বুঝতে পারি নি উতলা মন !
অবিলম্বে হৃদয় হয় উঠতে চায় শুধুই 
চক্রাকার পাষাণ,চন্দন কাঠের ছোঁয়া 
রহস্যময়ী অনুভূতি, আদ্র  স্পর্শ যায় -
অনেক সময় মৃগ জলে হারায়ে, বিলীন 
ভাবনার গন্ধ খুঁজে মুক্তির পথ অবিরাম, 
তৃষিত নয়নে আকাশগঙ্গা ভেসে উঠে 
শ্রাবনের মহা প্রবহনেও দেহ জ্বলে 
দিবানিশি, সে এক মোহফাঁসের সৃষ্টি , 
উত্তরকালে  দিগ্ভ্রমিত পরিত্যক্ত জীবন,
দেহের কাঠ হয় উঠে না কোনো দিনেই 
চন্দন, ঝরে যায় সুগন্ধিত ভালবাসা, 
শুন্য গগনে কল্প নিরদের বুকে, অনন্ত পথে.
-- শান্তনু সান্যাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন