মঙ্গলবার, ১৪ জুন, ২০১১

যদি ভালোবাসো


আজ রাতে অহং শল্ক গেছে বদলিয়ে

দেহের ডুব সাঁতার কাটায় লেগেছে
ইন্দ্রধনুর রং, থামো ত দেখি
কিছু ক্ষণ কেটে আসি বিষ দন্ত
লুপ্ত প্রাণঘাতী নখের ধার,
দেখে আসি শেষে আতঙ্কের মুখ
এই রাতে মন চাহে
হতে স্বয়ং সিদ্ধ পূর্ণ পুরুষ,
এই মুহুর্তে নামিয়ে এলাম ঈর্ষা, ঘৃণার
মলিন বস্ত্রখানি, কিছু ক্ষণ দিও
বন্ধু, হৃদয়ের দূষণের মুক্তি
এখনো আছে বাকি,এই মধু লগনে
চন্দনের পরশ হয় ত যাবে
ছুঁয়ে, তোমার পবিত্র নিঃশ্বাসে জেগে
আছে নাকি দেবদূতের বাণী,
কাঞ্চন দেহে লিপ্ত রয়েছে
বহু স্বপ্নের কিশলয়, কিছু সময় দিও
হে প্রিয় বন্ধু, দেহ চায় পরিত্রান, 
প্রায়শ্চিত, মনুষ্যতার অগ্নিস্নান,
পবিত্রতার পরীক্ষা,ব্যক্তিত্বের বিশালতা,
ওই দর্পণের দাবি মিটিয়ে
আসি আগে, অন্ততঃ হয় উঠি মানুষ
এই লঘু রাত্রি এখনো অশেষ
অপেক্ষা কর কিছু পল অতিরিক্ত



অভিন্ন মিত্র, যদি ভালোবাসো,
-- শান্তনু সান্যাল 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন