কোঁচকানো রেখায় সে খুঁজে জীবনের
অতীত,উঁচু নিচু ধরাতলের মাঝে ফাটল,
বৃশ্চিকের পিঠ,ভগ্ন মেরুদণ্ডের চিহ্ন,
জীর্ণ পাতার কঙ্কাল, হেমন্তের শেষ দিন !
মোতিবিন্দুর চোখে আবছা সকাল,
দূরে বহুদূরে নবজাত শিশুর সরু ক্রন্দন,
রঙ্গীন মাছের ছটফটানি, কড়া নাড়ার
বিভ্রান্তি, ঝুলন্ত আরামকেদারা,ডুবন্ত -
সূর্যের ক্ষীণ আলো, রং হীন, ছেঁড়া ছাতা,
বর্ণ পরিচয়ের প্রথম ভাগ, কালার পেন্সিল,
স্লেটে ভুল বানান, মুছে যাওয়া কাহিনী,
ভিড় করে আসে ভালবাসা, মরিচিকার
আভাসে মন খুঁজে পবিত্র সাঁঝের হাসি ও
শঙ্খ ধ্বনি, ভুল ভাঙিয়ে যেতে চায় এমন
ভাবে মন, যেন উলের বল খুলে গড়িয়ে চলেছে
নদী, পাহাড়, উপত্যকা পার করে, শেষে
বেড়ালছানা হাতে, জীবনের খেলা -
অপূর্ণ, দর্শক ক্রমশঃ উঠে চলেছে মুখ্য দ্বারে,
নয়নের ছানি চিনতে পারে না কোনো
কিছু, ফিসফিসানি ছাড়া কানে কিছুই শোনা
যায় না, হয় ত তারা ভাঙা দর্পণ, ফেলে
দিয়ে স্বস্থি পেয়েছে অনেক দিন আগে !
-- শান্তনু সান্যাল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন