শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১১


কি যে তুমি খুঁজ ?
অয়নের বুকে এখনো খেলে অর্কের
শিশু,উষসীর মুখে রয়েছে 
ছড়ানো কিছু
সোনালী অভ্র, এক ফালি ছায়া নিয়ে 
জীবনের নদী বহে আঁধারমুখী 
সুদূরে কোন অশ্বত্থ তলে 
জানি তুমি গেছ 
দীপ জ্বলে, 
বন্য গাছড়া পেরিয়ে কেওড়ার বনে 
কেউটের থাবল বাঁচিয়ে 
মন উড়ে যেন 
বুলবুলি,
নৌকো ঠেলে মাঝির ভুল ভাঙানি 
মাস্তুল খুঁজে মাঝ দরিয়ায় 
মেঘের হুমকি বড়ই
ঘরোয়া, রোজ 
বলে 
নিয়ে যাবে বুকে জড়িয়ে সপ্ত সিন্ধু 
পারে, কোথায় যেন তুমি যাও 
ঝরে, প্রলম্বিত এক রাশ 
যখন ও দেখেছি 
হে জীবন 
কেন যে তুমি এত মনমরা, আকুল !
একাকী হেঁটে চলেছ নদীর 
সমান্তরালে, চেয়ে 
আছ এক 
ঠাউরে, ঢেউর চিত্রলেখ, ভাসন্ত মরদেহ 
বাসিফুল, ঘোলাটে মোচড়, ঝুলন্ত -
সেতু এখন আলোকিত, শুধায় 
তোমায়, বন্ধু ফিরে এস.
--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
   

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন