নিখোঁজ হতে চায় মন
গন্ধ কোষে লুকিয়ে আছে যেন
সৃষ্টির নব কল্পনা, প্রণয়ের
গর্ভস্থ শিশু, নীহারের
বিন্দুতে দেখেছি তোমার মুকুলিত রূপ,
শরতের নীলাঞ্চলে কিছু ভবঘুরে
শুভ্র মেঘ, খুঁজে চলেছে মন,
উপাস্থনার ভূমি, স্নিগ্ধ
আলোর প্রহবণে ও
জীবনের বালুকা বেলায়, তোমার সেই
অপ্রত্যাসিত, অপরপ রূপে পূর্ণ
অবতরণ, ঘুমন্ত ভাবনার
জল তরঙ্গে,
গুপ্ত প্রবাহের পুনরাবর্তন, তটভূমির
বুকে ভেসে চলেছে স্বপ্নের কুহেলি,
সিক্ত বাতাসে যেন মধুর
উচ্ছ্বাস, ঘনিষ্ঠ
পরশের পরিচিত আভাস, মন চায়
হারিয়ে যেতে অরণ্য নদীর
তীরে, ক্লান্ত, পরিশ্রান্ত
জীবন হতে বহু
দূর তোমার চোখের অন্দর মহলে !
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন