বুধবার, ১৯ অক্টোবর, ২০১১


শিশুবৎ জীবন 

উটকো ভাবনারা প্রায়ই ডানপিঠে হয় উঠে 
সে দিনের ই কথা ধর, মেঘলা আকাশে 
দেখতে চেয়েছিল আকাশগঙ্গার 
সম্মেলিনি, আদিখ্যেতা
ভাব নিয়ে দৌড়িয়ে 
যেতে চায় 
গঙ্গা ফড়িং ধরতে, ঝিনুকের রঙে,জীবনের 
ছবি আঁকতে, কত কি খোশখেয়াল,
অদ্ভুত অদ্ভুত কল্পনার পিঞ্জরে 
সাজিয়ে রাখতে চায়
ভাবের পাখি,
আপন - ভোলা মন নিয়ে খেলে ওই আগুনের 
খেলা, পা ঠুকে উড়িয়ে দিতে চায় 
ভাবনের ধুলা, তার এই খাম -
খেয়ালী অনেক সময় 
হালকা করে যায় 
হৃদয়ের 
বিসন্নতা, যত সব জ্বালা যন্ত্রণা নিমেষে যেন 
ধোঁয়ার মেঘ, বাউলের সুরে যেন 
ভেসে যায় জীবন,পুষ্করিণী
পাড় হয়ে, বাবুইর 
নীড় ছুঁয়ে 
ওই সুদূরের বউ কথা কও পাখির প্রান্তরে,
জানি বর্ষা এখনো বহু দূর, কিন্তু 
বুকে শীতলতার আভাস,
নিমতলা ঘাট বন্ধু 
অনেক দূর, 
স্বপ্ন দেখতে শিকা লাগে কি,তাই বলি অগোছাল
জীবনে হাত দিও না,বেশ ভালই আছি,
কাটকুট করতে চেও না, আমায় 
এখন কিন্তু ভালোবেসো না, 
ফাঁপা পৃষ্ঠায় প্রেমের 
কবিতা লিখ না.

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন