সিক্ত ঝরা পাতা
শুধুই চেয়েছিলাম একান্ত পুতুল খেলা খেলতে,
তোমার শ্যামবর্ণ দেহে কিছুই এমন ছিল
না, যে অনায়াসে করে যেত উদ্বেলিত
প্রসুপ্ত পৌরুষ গ্রন্থী, জানি না
কোন মুহূর্তে কেন যে
এমন হলো, হঠাত
দেখি তুমি
ভেসে চলেছ স্নায়ুর ভিতরে, রক্ত কণিকার রূপে,
সন্ধে ঘিরে যখন নামল ছিঁটে ফোঁটা বৃষ্টি,
জানালার ধারে দেখি লুকিয়ে চলেছে
অচেনা কোন এক পাখি, আমি
চেয়ে ও জানালা দিতে
পারি নি, কোথায়
যেন তোমার
নিরীহ
চোখ, নীড় বেঁধে চলেছে তখন হৃদয়ের মাঝে,
আবার এক দিন ভিজা পাখির মত
দেখি তুমি দাঁড়িয়ে আছ
দরজায়, ঘামিয়ে
একাকার,
মন
হয়ে উঠলো সহজে অশ্বত্থ গাছ, ছায়াচ্ছন্ন তোমার
শ্যামলা শরীর হয়ে উঠেছে সেই ক্ষণে
অঙ্কুরিত নব কিশলয়, বুকের
আশ্রয়ে তুমি তখন পূর্ণ
নারী, সৃজনের পথে
অগ্রগামী,
তুলনার চিত্রলেখে তুমি শীর্ষ বিন্দু, আমি খুঁজে
চলেছি অধোবিন্দুর সমাপ্তি, সেই অক্ষের
ধরাতলে বহু বার তুলে নিয়েছ
আমায়, আমি তখন ঝরা
পাতা চেয়ে আছি
শিশির বিন্দু.
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন