বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১


উদ্ভাসিত পথের  যাত্রী 

বহিঃস্থ পরিবর্তন ছিল সহজ, প্রথম 
বর্ষায় ভিজিয়ে গেছে সম 
বিষম ধরাতল, কিন্তু
অন্তঃস্থ ভূমির  
দহন 
চিরস্থায়ী, তার সুধাময় নিগূঢ় 
ভাষায় নিহিত সম্মোহন,
ভুলিয়ে নিয়ে গেছে 
বারংবার দেহ 
ও প্রাণ, 
জানা সত্তেও যে সে এক মায়ামৃগ 
আখেটক হৃদয় ধেয়ে যায় 
দিবা নিশি, সেই প্রচ্ছায়া 
জগতে প্রস্থানের 
পথে নেই,
শুধুই চারদিকে অতৃপ্ত অভীপ্সার 
চিত্কার, অরণ্য রোদন, 
শ্বাসরোধিত স্বপ্নের
মহা ভাঙন,
এখানেই 
আত্ম পরিচয়, নিজে কে ফিরে পাওয়া !
জীবনের এই সীমান্তে দীর্ঘ 
নিদ্রার জাগরণ, 
আরশির
জবাবদিহি, প্রায়াশ্চিতের আগুনে
 নিজের বিম্বের স্বাহা, নব 
উত্থানে প্রারব্ধ 
মহাপরিবর্তনের সূত্রপাত, 
মনুশ্যতার  ক্রমিক 
বিকাশের 
পুনরাবৃতি, জীবনের হারানো মর্মের 
প্রাপ্তি, ক্রান্তিকারী চরিত্রের 
পুনর্গঠন, অগ্নিপথের 
যাত্রীদলে যোগ 
দেওয়া, 
জন্ম মৃত্যুর শৃঙ্খলা ক্রমশঃ ভেঙে 
যাওয়া, উদ্ভাসিত পথে 
মহাপ্রস্থান, 

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন