সোমবার, ৫ ডিসেম্বর, ২০১১


মরিচিকার শ্রুতি 

মাঝি বিহীন নৌকো, ভেসে চলেছে  নিশীথ 
রাতে জানি না কোথায়, জোছনার 
স্রোতে, স্বপ্নগুলো মেলতে চায় 
সিক্ত ডানা, অদৃশ্য প্রেম 
যেন ফেলে চলেছে 
পারদর্শী 
আলোকের যবনিকা, স্নিগ্ধ বাতাসে, ভাসন্ত
কন্ঠ স্বরে, জেগে রয়েছে শেষ প্রহরের,
শিশির ভিজা ইমন সুর, ডেকে
চলেছে লযবদ্ধ ভাবে 
জীবনের আরোহ
অবরোহ,
অলিন্দের জগত ছুঁয়ে চলেছে নাগ চাঁপার বৃন্ত !
কার দিব্য স্পর্শে জীবনের ব্যথিত 
ভূভাগ, ক্রমে ক্রমে হয় 
উঠেছে পূর্ণ বিষ -
প্রতিবন্ধী, 
জীবনের পৃষ্ট উড়ে চলেছে অদ্ভুত ভাবে, একে - 
একে দূর দিগন্তে, ভরতে চায় বোধ হয় 
রিক্ত স্থল, জানাতে চায় আত্ম -
সত্তা, আঁকতে চায় ধুসর 
ধরাতলে কিছু 
অপূর্ণ
কবিতা, ভাঙতে  চায় মরিচিকার শ্রুতি - -

-- শান্তনু সান্যাল 
painting by Anne Goldberg

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন