মুখচাপা ভালবাসা
তার দ্বিধাগ্রস্ত প্রীতি দ্বারে এসে ফিরে
গেছে শুন্য হাতে বহুবার, কড়া
নাড়াতে হয় ত কেঁপে
উঠেছে ভাবনার
স্থিরতা, সে
উদাস
মনে, গেছে ফেলে কিছু অনাদায়ী অশ্রু বিন্দু,
ফিরে যাওয়া পদধ্বনি, সে কালান্তরে
অনুরণন রূপে হয়ে গেছে
পরিণিত, অহরহ
দিবা নিশি
তার অতৃপ্ত ভালবাসা আঁধারে দিয়ে যায়
নিশুতি ডাক, ধরে রাখতে চায়
ঘুমের ভুবন নিজের দখলে,
জীবন তখন শাপিত
ব্রহ্ম দৈত্য, ঝুলে
রয় উল্টো
অশ্বত্থ
গাছে সারা রাত, কুটোর আগুন ধরিয়ে
নিচে বসে রয় একান্তে এক পার্শ্বিক
ভালবাসা, শীতের দীর্ঘ রাতে
স্বপ্ন গুলো মনে হয় হাত
পা গুটিয়ে ঘুমিয়ে
পড়েছে অনেক
ক্ষণ আগে,
মন এখন চেয়ে আছে শাপমুক্তির স্পর্শ
পাষাণ হতে মানুষ হবার প্রক্রিয়া,
বন্ধ, গন্ধ কোষ নিজে নিজেই
খুলে ছড়িয়ে দিতে চায়
সমস্ত সুরভির কণা,
ধরে রাখতে চায়
অন্তর্মন,
তার মুখচাপা
অন্তর্মন,
তার মুখচাপা
ভালবাসা.
--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন