শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০১১


রাতের সীমান্তে

মাঘের ওই শিহরণ ভরা রাতে, বন্ধ
জানালার ধারে, মালতি লতার
ঠিক একটু উপরে, নিয়ন
লাইটের নীচে, মার্বল
পাথরের সেই গ্রীক
শৈলীর নারী -
প্রতিমা -
অবাক হয়ে চেয়ে রয়  শলভ ও
পতঙ্গদের বিস্ময়্কারী
আত্মঘাতী ঝাঁক,
ঠিক এমন
সময়
তার  চোখের প্রমত্ত ঢেউ ভাসাতে
চায় দেহ ও প্রাণের স্থিরতা,
ফেলে যায় অদৃশ্য কোন
বিষকন্যার মায়াবী,
ইন্দ্রজালিক -
আলো, তখন আমি আসল মানুষ খুলে
চলেছি একে একে আদর্শ, বিদ্বতার
মুখোশ, উলঙ্গ মাড়িয়ে চলেছি
দর্শনের মোটা মোটা
পৃষ্ঠা, তর্কবিদ্যার
নিগূঢ় পংক্তি,
তার উন্মুক্ত হাসি তে অমৃত ঝরে কি
বিষের বিন্দু ! সে সব জানি না,
সে এখন পূর্ণ প্রস্ফুটিত
শতদল, করে চলেছে
সুধার বিনিময়,
আমার অস্তিত্ব শুধুই এখন কাঠের পুতুল
তার আঙ্গুলের আবেগে জীবনের
আনন্দ উত্সব কিংবা
মহা মারক থাবল,
নিয়তির নিঃশব্দ
ঘড়িতে এখন
বিহান বহু
দূর, নিশীথ রাত যেন উঠে চলেছে মহুয়া গাছে,

-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by :
winter night - Leslie White

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন