বুধবার, ২৮ জুন, ২০২৩

জানি না কার মোহে - -

কার মোহে ধাবিত, জীবনের এই মায়া মৃগ !
খুঁজে নিজের ভিতরে নিজেরই 
প্রতিচ্ছায়া, কিসের জন্য 
এত যে পিপাসা, 
জানি না 
কোন 
মরুপ্রান্তরে আছে, সে ঘনীভূত মরিচিকা !
কেন উঠে সহসা বালুঝড়, সান্ধ্য 
আকাশে নির্বাপিত, সদ্য 
উদিত শুক্রতারা, 
পশ্চিমে গেছে 
বিলীনতার 
মুখে  , 
সব ভ্রমনকারীদল নিয়ে সঙ্গে হয় ত নীল 
আকাশের শামিয়ানা, নিবিড় এই 
তিমিরে তার প্রাণদায়িনী 
মৃদু স্মিতে আমি খুঁজি 
এক রাতের 
ঠিকানা, 
নভ বিহীন সৃষ্টির এই সংরচনায় হৃদয় ভরে 
আনতে চায়, তার চোখের আলো, 
অধরের অমিয় বিন্দু, বুকের
পবিত্র দহন, সৃজনের 
আলিঙ্গন, শ্বাসের 
মধু গন্ধকোষ,
মহা সমর্পণ,
সিক্ত মাটির দেহ ও অদৃশ্য কুম্ভকারের চাক !
এখন জীবনের আকৃতি খুবই লাজুক 
গড়ে চলেছে নিয়তির হাতে, 
কিন্তু তার প্রণয়ের 
আলতো হাতের 
পরশে, স্বপ্ন 
গুলো 
বারে বারে ফিরে আসে জানি না কার মোহে !

--- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
painting by - Stag In Moonlight by Linda Woodward 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন