শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩

আন্তরিক স্রাব

রাতের শেষ প্রহর, জোয়ার নেমে ক্রমশঃ -
ভাটার অভিমুখ, ফেনিল আবরণ 
এলোমেলো ভাবে পড়ে রয়েছে
বালুকাবেলায়, খালি 
পায়ের  চিহ্ন
ফেলে
গেছে আহত রাত একাকী অগোচর দিগন্তে  !
জলোচ্ছ্বাস বুকে টেনে চেয়ে আছি 
পৃথিবীর মুখখানি, সে এখন 
সংকুচিত গন্ধ কোষ, 
গুটিয়ে চলেছে 
পাপড়ির 
আবর্ত, 
প্রেম ও দেহের  দুই প্রান্তের, আলোক স্তম্ভের 
মধ্যে টানা দড়ি, হাতে রোদ ছায়ার 
প্রতিমান লাঠি, শুন্যে হেঁটে 
চলেছে জীবন সযত্নে 
ধাপে ধাপে, শ্বাস 
বেঁধে ক্রমে 
ক্রমে,
ডঙ্কার আওয়াজের ছাড়া জীবন কিছুই জানে 
না, যখন হাত তালি গেছে থেমে, জীবন 
নেমেছে সহজে, বেঁচে থাকার বাধ্য -
বাধকতা ছাড়িয়ে যায় সব 
ভয় বিপদ, এখন শান্ত 
মন খুঁজে ক একটা 
মুদ্রা ও তোমার 
ভালবাসা,
আঁধার, 
নির্জন বাস, আন্তরিক সুরভির অনন্ত স্রাব !
-- শান্তনু সান্যাল  

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন