স্থানান্তরণের আগে
বাহ্য জগত উন্মাদিত, বিক্ষিপ্ত, পরিপূর্ণ উন্মুক্ত !
বাহ্য জগত উন্মাদিত, বিক্ষিপ্ত, পরিপূর্ণ উন্মুক্ত !
"এই নিশুতি রাতের আঁধারে তুমি বা কোন
মাটির মানুষ কি চন্দনের কাঠে গড়া,
তার বাক্য বাণে নিভানো অগ্নির
তাপ, বাহ্য হোক কি ভিতরে
মানুষ মানুষের মধ্যে
প্রভেদ কোথায়,
জন্মগত
সে বন্য,
অকর্ষিত, এই যে কিছু ক্ষণের আগে আঁচড়িয়ে
গেলে স্তন হতে যেখানে ইচ্ছে, হাড়, মাংস
নাভি চক্র, সম বিষম, আলোকিত
ঝাপসা, ঠিক গনুহ মৃগের মত,
মহা স্থানান্তরণ, নতুন
দিগন্তের অভিলাষ,
নিঃসন্দেহ
এই ব্যাপক স্থানান্তরণের উত্সে আমি ও ছুঁয়ে
গেছি তোমার ঝুলন্ত কস্তুরীর পত্র্মুলাবর্ত "
সে ক্রমশঃ বলতে বলতে থেমে গেছে !
তার বৃন্তে এখন ফুটে চলেছে
নিশিপুষ্পের সহস্ত্র কুড়ি
তৈলাক্ত পল্লবে ঝরে
থেমে আছে
শিশির
বিন্দু,
কম্পিত অধর ধরাতলে ছড়িয়ে আছে মকরন্দ !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন