স্রোতের মিলন বিন্দু
বুকে নিয়ে সোনালী খেয়াল, উষ্ণ জলের
ধারায় প্রেম করেছে অগ্নিস্নান, তাই
মনের শুচিতায় অমূর্ত প্রিয়ার
একাধিকার, তার ইঙ্গিতে
জীবনের খেয়া বহে
মাঝি বিহীন,
ঘাটের চাতালে শিরীষ শীর্ষে, সাঁঝের আগমন !
অনাম পাখিদের ঝাঁক করে সমবেত
কূজন, স্বপ্নের ভাগাভাগি কিংবা
মোহাবিষ্টের জৈবিক খেলা,
জানে রাতের
গুপ্ত রহস্য,
মনের নৌকো বয়ে চলেছে আপন মনে অর্ণবমুখী,
ঘাট ছাড়িয়ে, ভুতের মত তটের ওই অশ্বত্থ
গাছের ছায়া ডিঙিয়ে, বহুদূর অজানা
জোনাকিদের দ্বীপে, মহামিলনের
সেই উচ্চতম স্রোতে শুনি -
লাগবে, না কি বিরাট
অদৃশ্য পাগল
বাউলদের
মেলা, শুন্য হাতে, উন্মুক্ত ভাবে জীবনের
বিনিময় ! প্রেমের পরাকাষ্ঠা - - -
-- শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন