এই ভাবে অনেক কাছে রয়ে, বহিরাগত আচরণ !
পাশ ফিরে শুন্যে চাওয়া, চাই নি এমন নিরুপায়
ভালবাসা, সজল আঁখি পাতের অঞ্চলে তাই
রাখতে চেয়েছিলাম বাষ্পিত ওষ্ঠখানি,
যদি অধরের উষ্মা চুষে নিত মনের
পুরাতন বেদনা, হয় ত অসময়ে
ঝরে যেত না সদ্য মুকুলিত
ভাবনার কুঞ্জ গলি,
অথচ মনের খুব
কাছে টেনে
রেখে
ছিলাম তাকে, জানি না কোথায় কোন বিন্দু
বিসর্গ খসে পড়েছে জীবনের বর্ণ মালা
হতে, ভুল বানানগুলো শুধায়
অহর্নিশ বিফলতা, ভিড়ে
পিছিয়ে যাওয়া,
নির্জীব
দেহের আত্ম খনন, মনের উপগ্রহে যখন
নীহারিকার বিস্ফোরণ, তার
অতৃপ্ত বাসনা জেগে উঠে
বহু গ্রন্থীময়, বহু
কোণে, মাঝ
রাতে
জীবন ঝরে যায় প্রাক বর্ষার এক পশলা
বৃষ্টি, কিন্তু তার অন্তরস্থ বহ্নিশিখা
ছুঁতে চায় দেহ ও প্রানের
গভীরতা, তার
অতীতের
ব্যথার জন্য জীবন নিজেই এখন প্রতিবিধান,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন