মানুষ হেঁটে যায় একাকী সুদুর বন প্রান্তরে,
গেয়ে যায় রহস্যময় সুরে জোছনার
গান, সেই সুরে ডুবে ভাসে
পৃথিবীর স্বরলিপি,
আরোহ
অবরোহে জীবনের ছন্দ দুলে রয় আশ্চর্য্য ভাবে,
অলৌকিক তার প্রেমের ছোঁয়া জাগিয়ে
রাখে মনের সুপ্ত জলাভূমি, রাত্রি
শেষে কে যেন আলতো
আঙুলে, রেখে যায়
শিশির ভেজা
অধরের
স্পর্শ, আহরণ ব্যথা বিন্দু বিন্দু যায় জমে, সেই
প্রভুত্বের মাঝে খুঁজে জীবন, দেহান্তরের
জটিল চিত্রলেখ, আবেশের নিমগ্ন
দ্রবীকরণ, ক্রুস বিদ্ধ দেহের
আলিঙ্গন, অনন্ত প্রণয়ের
অভিলাষা, তাকে
ফিরিয়ে
আনার প্রক্রিয়া ঘুমোতে দেয় না সারা রাত,
চিরায়ত, বিলুপ্ত
অনুনাদের
জন্য - - -
- - শান্তনু সান্যাল
http://sanyalsplanet.blogspot.com/
http://sanyalsplanet.blogspot.com/
echo harbor author dimms matte painting
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন