ফিরে যাওয়া পদধ্বনি
ছড়িয়ে থাকে কৃষ্ণ চূড়ার ছায়া, সেই
পাখিদের আড্ডার মাঝে উঁকি
দিয়ে যায়ে শীতকালের
ছোঁয়া, কিছু কাছে
থাকার গল্প,
কিছু দুরে যাওয়ার অভিমান, জীবনের
সেই রেশমি কশিদায় লুকিয়ে রয়
নানান স্বপ্নের ক্রস সেলাই,
অদৃশ্য মসৃণ হাতের
স্পর্শ, যেন
এই মাত্র কেউ ঢেকে গেছে কাশ্মিরি শাল, কান
পেতে রয় মন, বুঝতে চায় শালিকের
ভাষা, পাখার ছটফটানি, হঠাৎ
হারিয়ে যাওয়া মিহি জালের
ছায়া শুধায় গ্রীষ্মের
সূর্যাস্ত, উড়ে
চলেছে সুদুর দিগন্তে পাখিদের ঝাঁক, পড়ে
রয় উদাস আলোচনা সভার চত্বর,
চেয়ে থাকে জীবন ঝলসানো
দিনের হাঁপানি, স্মৃতির
শাখায় ভরে
চলেছে কিছু জোছনার আলোকিত কুঁড়ি -
হয় ত বসে থাকবে একাকী স্বপ্ন,
চেয়ে রবে কিছু পাখিদের
পায়ের ছাপ, প্রেমের
ফিরে যাওয়া
পদধ্বনি!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন