সোমবার, ৫ মার্চ, ২০১২


মাঝির প্রত্যাশা 

অনিঃশেষ বাহ্য অন্ধকার, দমকা বাতাস 
অন্তঃকরণে জ্বলে তবু ও অজ্ঞাত 
উদ্ভাস, ওই তীরে যেখানে 
সরিয়ে গেছ নৌকা 
ধরার হাত, 
অদৃশ্য 
মাঝি অপ্রত্যাশিত ভাবে জড়িয়ে ধরেছে 
কম্পির কাঁধ, টেনে বুকে দেখিয়ে 
গেছে এঁদো গলির সন্ধান, 
ওই ফিনিক আলোয় 
খুঁজে পেয়েছি 
আত্ম 
বোধ, ভুলে গেছি মনের প্রতিশোধ !
তোমার নৌকা বয়ে চলেছে 
মন্থর বেগে দূর দেশ, 
ব্যথিত হৃদয়ের 
নিয়ে সঙ্গে 
মঙ্গল কামনা অশেষ, জীবনের যাত্রা 
অন্তহীন, একাকী পাড়ি দেওয়া 
ছাড়া কি আছে উপায়,  
নিয়তির খাতায়
হয় ত ছিল 
সীমিত 
পৃষ্ঠ, তাই ভুলে গেছে বিধাতা লিখতে কিছু 
অতিরিক্ত বরদান, এখানেই ভেসে 
উঠে ডুবন্ত তারকের কিছু 
স্বরচিত নীল আলো, 
সুপ্ত বিবেক 
জেগে 
উঠে হঠাৎ, এই জাগরণে জীবন বেয়ে যায় 
ভাঙা তরী, উজান যেন এগিয়ে 
নিজেই আসে কাছে, ঝরে 
যায় আকাশ হতে 
দিব্য জোছনা, 
ফিরে 
আসে হারানো  অনুরণন তোমার প্রেমের 
হাত ধরে, ভরে যায় জীবনে পুষ্পিত 
নিঃশ্বাস, ক্ষিপ্ত  নদীর  দেউ 
থেমে রয় কিছু ক্ষণ, 
তটের মাটি 
জড়িয়ে 
রাখে স্বপ্নের শিকড় জোরে, আকাশে হালকা 
হয় উঠেছে মেঘের যবনিকা - - 

- শান্তনু সান্যাল
Panting by Anita Stanhope 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন