বৃহস্পতিবার, ৮ মার্চ, ২০১২


অভ্যন্তরীণ শক্তি 

খণ্ডিত বিগ্রহ বলে দূর করা যায় না জীবনের 
সত্যতা, ভাঙনের সঙ্গেও জড়িত  থাকে,
অনেক  গোপন  সৃজনের  সম্ভাবনা, 
সুতরাং সমস্ত  বিশৃঙ্খল  
অনুভূতি নিয়ে নব 
উপাসনা, 
হৃদয় গড়ে চলেছে দুঃখের মাঝে সুখের নবীন 
গাঁথন, উদ্ভাবনীর  কল্পনা, উপেক্ষিত 
ভূমির বুকে যেন ফসল 
ফলানোর চেষ্টা, 
গেরণের
অনুভাবে ও রাত হয় নি কুত্সিত, ক্ষণিক
অবহেলার পরে আকাশ যেন হয় 
উঠেছে বেশি সুন্দর, উজ্জ্বল,
ভরে চলেছে ঐশ্বরিক 
আলো, যারা 
করে 
গেছে তিরস্কৃত, ঘৃণা, তারাই দেখি খুলে 
চলেছে সমীহের লৌহ কপাট,
অন্তর্মনের শক্তি অপার,
ভরে যায় অজ্ঞাত 
ভাবে জীবনে 
প্রাণ 
সঞ্চার, খণ্ডিত প্রতিমা ফিরে  পায় পূজার 
বেদি, লুপ্ত মূল্যদান - - 

- শান্তনু সান্যাল
 http://sanyalsplanet.blogspot.com/

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন