সোমবার, ১২ মার্চ, ২০১২


প্রেমের পরশ 

তার মনের চিলেকোঠায়, হয় ত আছে কাচের
সিন্দুকটি, কিছু পাট করা কচি ভাবনা,
কিছু রঙ্গীন পুঁতির মাঝে গাঁথা 
স্বপ্নের মণিমালা প্রায়ঃ 
দেখি তার 
হাসির মধ্যে ঝলকিয়ে আসে  অদৃশ্য চমক, 
সেই উদ্ভাসে জীবন যায় ঢেকে, সব 
মর্মঘাতের ব্যথা, চোখের 
সজলতা শুকিয়ে 
দেখতে 
পায় স্পষ্ট, উদ্দীপ্ত পৃথিবী ভেসে উঠছে 
শান্ত মহাসাগরের   বুকে , বহে 
চলেছে রামধনু রঙ্গী 
সপ্ত ধারা ওই 
ক্ষিতিজ 
রেখার উপরে, অজানা ফুলের অর্ঘ্য ঝরে 
এমন সময় হৃদয়ের ধরাতলে, তার 
এই অপরুপের মায়া ঘিরে,
নেমে আসে মোহিনী 
সন্ধ্যা, ছড়িয়ে 
যায় 
তপ্ত বসুধার দেহে শীতল রাতের লেপ, 
রেখে যায় নিশি পুষ্পের বৃন্ত 
গুছিয়ে, খুব যত্নে 
সাজিয়ে যায় 
নয়নের 
তলে ভালবাসার অঞ্জন, করে যায় ঘুমের 
অভিনন্দন - - - 

- শান্তনু সান্যাল
balcony - Original Painting by Diane Millsap



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন